ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মাসুমা রুমা

শিক্ষক নিয়োগ প্রক্রিয়া

প্রকাশিত: ০৩:৪০, ১ ডিসেম্বর ২০১৬

শিক্ষক নিয়োগ প্রক্রিয়া

আমাদের দেশের শিক্ষাব্যবস্থা যুগোপযোগী নয়। শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতেও অস্বচ্ছতার প্রশ্ন চলে আসে, বিশেষ করে স্কুল পর্যায়ে। পর্যালোচনা করলে দেখা যাবে- স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় বড় ধরনের দুর্নীতি হয়ে থাকে। লাখ লাখ টাকার বিনিময়ে অযোগ্য, অদক্ষ লোককে চাকরি দেয়া হয়। অনেক ক্ষেত্রে জালিয়াতির শিকার হতে হয় অনেককে। একজন মেধাবী শিক্ষার্থী আর আদর্শ শিক্ষকের মাঝে আকাশ-পাতাল ব্যবধান আছে। একজন ভাল শিক্ষার্থীকে ভাল ফলাফল করলেই চলে কিন্তু একজন আদর্শ শিক্ষক হতে হলে তাকে একাধারে ভাল শিক্ষার্থী হতে হয়, কথা বলায় দক্ষতা থাকতে হয়, কৌশলী হতে হয়। কিন্তু দুঃখের বিষয়-আমাদের দেশে শিক্ষক নিয়োগে কেবল ভাল ফলাফলই বিবেচনা করা হয়। বাকি বিষয়গুলো বিবেচনার বাইরে রাখা হয়। ফলে প্রতিনিয়ত অযোগ্য, অদক্ষ শিক্ষক দ্বারা কোমলমতী শিক্ষার্থীদের পাঠদান করানো হয়। এতে শিক্ষার্থীদের মেধার পরিপূর্ণ বিকাশ ঘটছে না, জ্ঞানের ভিত্তি হচ্ছে দুর্বল। যার প্রভাব পরবর্তীকালে উচ্চ শিক্ষায় গিয়ে পড়ছে। শিক্ষক নিয়োগ প্রক্রিয়া আমাদের দেশের জন্য অনুপযোগী। যেসব প্রক্রিয়ায় শিক্ষক নিয়োগ করা হয় তাতে আদর্শ শিক্ষক কোনভাবেই প্রত্যাশা করা যায় না। এসব প্রক্রিয়ায় শিক্ষক নিয়োগ করা মানে কতিপয় স্বার্থবাদী লোকের জয়লাভ। এ দেশের শিক্ষক সমাজকে পঙ্গু করার পাঁয়তারা। শিক্ষা মন্ত্রণালয়কে অতি শীঘ্রই এ বিষয়ে নজরদারি করতে হবে। শিক্ষক নিয়োগ প্রক্রিয়া পরিবর্তনের জন্য দেশের প্রথম সারির বুদ্ধিজীবী ও চিন্তাবিদদের দ্বারা কমিটি গঠন করতে হবে এবং শিক্ষক নিয়োগের জন্য যুগোপযোগী প্রক্রিয়া বাস্তবায়ন করতে হবে। রায়গঞ্জ, সিরাজগঞ্জ থেকে
×