ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আমানতকারীদের সঙ্গে প্রতারণা করে চলছে ইসলামী ব্যাংকিং

প্রকাশিত: ০২:৪২, ৩০ নভেম্বর ২০১৬

আমানতকারীদের সঙ্গে প্রতারণা করে চলছে ইসলামী ব্যাংকিং

অর্থনৈতিক রিপোর্টার ॥ সাধারণ আমানতকারীদের সঙ্গে প্রতারণা ও বিশ্বাস ভঙ্গ করে দেশে পরিচালতি হচ্ছে ইসলামী ব্যাংকিং। বুধবার বাংলাদেশ ইন্সটিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) এ আয়োজিত এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। বিআইবিএম ইসলামি ব্যাংকিং এ সুশাসন শীর্ষক এই সেমিনারের আয়োজন করে। এর উপর একটি গবেষণা প্রতিবেদনও উপস্থাপন করা হয়। বিআইবিএমের মহপরিচালক ড. তৌফিক আহমেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন পূবালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক হেলাল উদ্দিন আহমেদ, ইসলামী ব্যাংকের সাবেক এমডি ফরিদউদ্দিন আহমেদ, ঢাকা বিম্ববিদ্যালয়ের ব্যাংকিং ও বীমা বিভাগের অধ্যাপক এম মুজাহিদুল ইসলাম ও বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক ইয়াসিন আলী। মুজাহিদুল ইসলাম বলেন, ইসলামি ব্যাংকগুলো আমানত সংগ্রহ, বিনিয়োগসহ আর্থিক ব্যবস্থাপনায় কোন সূচকেই ইসলামি ব্যাংকিং করছে না। তারা অন্যান্য ব্যাংকগুলোর মতো সুদ ভিত্তিক ব্যাংকিং করছে। এটা বিশ্বাসী আমানতকারির সঙ্গে প্রতারণা।
×