ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

১৩ মাসের সর্বোচ্চ অবস্থানে পুঁজিবাজারের সূচক

প্রকাশিত: ০০:৪৮, ৩০ নভেম্বর ২০১৬

১৩ মাসের সর্বোচ্চ অবস্থানে পুঁজিবাজারের সূচক

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৭ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮০০ পয়েন্ট ছাড়িয়েছে; যা গত ১৩ মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থান। সূচকের এই ঊর্ধ্বগতি চলতে থাকলে আর কিছুদিন পরেই ডিএসই প্রধান সূচক ৫ হাজার পয়েন্ট ছাড়িয়ে যাবে। এর আগে গত বছরের ৬ অক্টোবর ডিএসইএক্স ৪ হাজার ৮৩৩ পয়েন্টে উঠেছিল। এদিকে ডিএসইতে লেনদেনের পরিমাণ বড় ব্যবধানে কমেছে। এদিন ডিএসইতে ৬৩০ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ১৭৭ কোটি ৪৮ লাখ টাকা বা ২৮ শতাংশ কম। আগের দিন এ বাজারে ৮০৮ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩১৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৩১টির, কমেছে ১৩৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৫১টির শেয়ার দর। এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৮০১ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৪০ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৭৭৫ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : লাফার্জ সুরমা সিমেন্ট, গোল্ডেন হার্ভেস্ট, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, ওরিয়ন ফার্মা, কাসেম ড্রাইসেল, ফরচুন সুজ, ডরিন পাওয়ার, ন্যাশনাল টিউবস, আরএকে সিরামিক ও অলিম্পিক এক্সেসরিজ। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : গোল্ডেন হার্ভেস্ট, আমরা টেক, স্ট্যান্ডার্ড সিরামিক, মিরাকল ইন্ড্রাস্টিজ, প্রগতি ইন্স্যুরেন্স, ফরচুন সুজ, ন্যাশনাল টিউবস, ইস্টার্ন ক্যাবলস, ইয়াকিন পলিমার ও লিব্রা ইনফিউশন। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : প্রাইম টেক্সটাইল, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, ঢাকা ইন্স্যুরেন্স, ইবিএলএনআরবি মিউচুয়াল ফান্ড, জেনারেশন নেক্সট ফ্যাশন, মাইডাস ফাইনান্স, জনতা ইন্স্যুরেন্স, গ্লোবাল ইন্স্যুরেন্স, ফনিক্স ইন্স্যুরেন্স ও সাফকো স্পিনিং। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। সিএসইতে ৩৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৭৮৩ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১০৩টির, কমেছে ১১৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : লাফার্জ সুরমা সিমেন্ট, বিএসআরএম লিমিটেড, গ্লোবাল হেভি কেমিক্যাল, ফরচুন সুজ, পেনিনসুলা চট্টগ্রাম, বে´িমকো, স্কয়ার ফার্মা, ওরিয়ন ফার্মা, ইয়াকিন পলিমার ও আরএসআরএম স্টিল।
×