ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গাইবান্ধার চরাঞ্চলে সরিষা চাষ করা হচ্ছে

প্রকাশিত: ২২:৫০, ৩০ নভেম্বর ২০১৬

গাইবান্ধার চরাঞ্চলে সরিষা চাষ করা হচ্ছে

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা ॥ তিস্তা ও ব্রহ্মপুত্র নদী তীরবর্তী এলাকার গাইবান্ধার ফুলছড়ি, সাঘাটা, সুন্দরগঞ্জ ও সদর উপজেলার চরাঞ্চলগুলোতে নদীবাহিত পলি পড়া বেলে-দোয়াশ মাটিতে এবার ব্যাপকভাবে সরিষা চাষ হয়েছে। এখন আবহাওয়া অনুকুলে এবং কুয়াশার প্রবণতা কম থাকায় চরাঞ্চলের উর্বর জমিতেই এ বছর আশানুরুপ সরিষা উৎপাদন হবে বলে আশা করা হচ্ছে। ফলে মঙ্গা প্রবণ এসব এলাকার দরিদ্র কৃষকরা রবি মৌসুমে সরিষা চাষ করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার প্রত্যাশা করছে। জেলা কৃষি বিভাগ সুত্রে আরও জানা গেছে, উঁচু এলাকাগুলোর চাইতে চরাঞ্চলের নদীবাহিত পলি সমৃদ্ধ বেলে-দোঁয়াশ মাটিতে সরিষাসহ বিভিন্ন ফসলের আবাদ ভাল হচ্ছে। কারণ চরাঞ্চলের জমিগুলো অত্যন্ত উর্বর। এ থেকে মঙ্গা প্রবণ এ সমস্ত দুর্গম এলাকার কৃষকরা রবি মৌসুমে মরিচ, সরিষা, ছিটানো পিয়াজ, মিষ্টি কুমড়া, ডাল, ভুট্টা, ধনিয়া পাতা, আলু ও মিষ্টি আলু, বাদামসহ বিভিন্ন জাতের ফসল উৎপাদনের মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে শুরু করেছে। যা চরাঞ্চলের চিরায়ত অভাব নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
×