ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সাব রেজিষ্টার অফিসের দলিল পুড়িয়ে ফেলার সিদ্ধান্ত

প্রকাশিত: ২২:৪০, ৩০ নভেম্বর ২০১৬

সাব রেজিষ্টার অফিসের দলিল পুড়িয়ে ফেলার সিদ্ধান্ত

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ সাব রেজিষ্ট্রার অফিসের মূল্যবান দলিল পুড়িয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন জেলার আগৈলঝাড়া উপজেলা সাব রেজিষ্ট্রার শাহজাহান মোল্লা। জনগনের মূল্যবান দলিল পুড়িয়ে ফেলার সিদ্ধান্ত সাব রেজিষ্ট্রারের একার নয়; সরকারের নীতি নির্ধারনী কর্তৃপক্ষের নির্দেশেই এসকল দলিল পুড়িয়ে ফেলার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আজ বুধবার দুপুরে আগৈলঝাড়া উপজেলা সাব রেজিষ্ট্রার মোঃ শাহজাহান মোল্লার স্বাক্ষরিত ২৭৭ (৮)নং স্মারকে জানা গেছে, নিবন্ধন মহা-পরিদর্শকের ৬ নভেম্বর ১১৮১৫ (৬১) স্মারক ও বরিশাল জেলা রেজিষ্টারের ৯ নভেম্বর ২২০৭ (১০) নং স্মারকের সিদ্ধান্ত মোতাবেক ১৯০৮ সালের ১৬নং রেজিস্ট্রি করণ আইনের ৮৫ ধারা মতে আগৈলঝাড়া সাব রেজিষ্ট্রি অফিসে ২০১২সাল ও তার আগের সম্পাদনকৃত দাবী বিহীন রক্ষিত দলিলসমূহ ২২ ডিসেম্বর বিনষ্ট বা পুড়িয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ২২ডিসেম্বরের পূর্বে উল্লেখিত অফিসে সম্পাদিত দলিলসমূহ সংশ্লিষ্ট ব্যক্তিকে সংগ্রহ করার অনুরোধ করেছেন সাব রেজিষ্ট্রার শাহজাহান মোল্লা। এ বিষয়ে সংশ্লিষ্ট অফিস সমূহকেও নোটিশের মাধ্যমে অবহিত করা হয়েছে।
×