ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বাল্যবিবাহ প্রতিরোধে গোলটেবিল বৈঠক

প্রকাশিত: ২২:৩৯, ৩০ নভেম্বর ২০১৬

বাল্যবিবাহ প্রতিরোধে গোলটেবিল বৈঠক

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ বাল্যবিবাহের মুল কারণ হিসেবে সামাজিক নিরাপত্তার অভাব, দারিদ্র্যতা, শিক্ষার অভাব, ধর্মীয় কুসংস্কার ও ১৮ বছরের কম বয়সী ছেলে-মেয়েদের মোবাইল ব্যবহারকে চিহ্নিত করেছেন বক্তারা। এছাড়া বাল্যবিবাহ প্রতিরোধে বিভিন্ন প্রস্তাবনা গ্রহণসহ নিকাহ রেজিস্ট্রার ও কাজীদের কঠোর নির্দেশনা দেয়া হয়। আজ বুধবার সকালে বাল্যবিবাহ প্রতিরোধে জেলার বাবুগঞ্জ উপজেলায় গোলটেবিল বৈঠকে এসব সমস্যা চিহ্নিত ও সমাধানের জন্য প্রস্তাব গ্রহণ করা হয়। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে দি হাঙ্গার প্রজেক্টের সহায়তায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার রায়। অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান রিফাত জাহান তাপসী, থানার ওসি আবদুস সালাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জাহান, দি হাঙ্গার প্রজেক্টের আঞ্চলিক সমন্বয়কারী মেহের আফরোজ মিতা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগম, বিআরডিবির কর্মকতা নাসিমা আখতার প্রমুখ।
×