ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ডাকাত আতংকে রাত জেগে পাহারা

প্রকাশিত: ২২:৩৯, ৩০ নভেম্বর ২০১৬

ডাকাত আতংকে রাত জেগে পাহারা

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ চোর ও ডাকাত আতংকে রাত জেগে পাহারা দেয়া গ্রামবাসীর মধ্যে বুধবার সকালে শতাধিক বল্লভ ও চার্জার লাইট বিতরণ করা হয়েছে। জেলার গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু ব্যক্তিগত অর্থায়নে স্ব-স্ব ইউপি সদস্যদের হাতে বল্লভ ও চার্জার লাইট তুলে দিয়েছেন। ওই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য শাহাদাৎ হোসেন জানান, সম্প্রতি সময়ে পাশ্ববর্তী ইউনিয়ন, তার নির্বাচনী ওয়ার্ডসহ ইউনিয়নের প্রায় গ্রামে চুরি ও ডাকাতির ঘটনা বৃদ্ধি পেয়েছে। চোর ও ডাকাত আতংকে তারা গ্রামবাসীদের সাথে নিয়ে লাঠিসোটা নিয়ে গত ১৫দিন থেকে রাত জেগে পাহারা বসিয়েছেন। ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু জানান, গ্রামবাসীদের সাথে স্ব-স্ব ওয়ার্ডের গ্রামপুলিশ ও ইউপি সদস্যরাও রাত জেগে পাহারা দিচ্ছেন। তাদের আত্মরক্ষার জন্য প্রশাসনের সাথে আলোচনা করে ব্যক্তিগত অর্থায়নে তিনি শতাধিক বল্লভ ও চার্জার লাইট বিতরণ করেছেন।
×