ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বাঁশখালীতে জামায়াত নেতার বাড়ীতে সরকারি দলিলপত্র উদ্ধার

প্রকাশিত: ১৯:৪৫, ৩০ নভেম্বর ২০১৬

বাঁশখালীতে জামায়াত নেতার বাড়ীতে সরকারি দলিলপত্র উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী ॥ খতিয়ান সৃজন করার জন্য সরকারি ভূমি অফিস রয়েছে। দলিল সৃষ্টি করার জন্য সাব রেজিষ্ট্রি অফিসও রয়েছে। এদিকে সরকারি অফিসকে হার মানিয়ে ও কতিপয় সরকারি কর্মকর্তার মদদে জামাত নেতা নিজেই দোকান ও বাড়িতে মিনি ভূমি অফিস বানিয়ে বসেছে। গোপন সংবাদে ভিত্তিতে খবর পেয়ে ওই নেতার আস্তানায় অভিযান চালায় উপজেলা প্রশাসন। চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল ইউনিয়নের পশ্চিম চাম্বল আহমদিয়া পাড়ার মৃত আবদুল হাকিমের প্রঃ মালদার এর পুত্র জামায়াত নেতা মোঃ আলমগীর এর বাড়ি হতে বিপুল পরিমাণ সরকারি খতিয়ানের ভলিয়ম ও দলিলপত্রসহ বিভিন্ন কাগজপত্র উদ্ধার করেছে অভিযানকারীদল। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬ টা থেকে শুরু করে রাত ৯ টা পর্যন্ত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ চাহেল তস্তরী, সহকারী কমিশনার (ভূমি) কাজী মাহবুবুর রহমানসহ পুলিশের বিপুল সংখ্যক সদস্য। এদিকে সরকারি কাগজপত্র উদ্ধার ঘটনায় ভূমি অফিসের জড়িত কর্মকর্তাদের অচিরেই আইনের আওতায় নিয়ে আসারও দাবী জানান প্রতারণার শিকার স্থানীয় জনগণ।
×