ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

যে কারণে সাব্বির-আল আমিনের এত বড় শাস্তি

প্রকাশিত: ১৯:০৪, ৩০ নভেম্বর ২০১৬

যে কারণে সাব্বির-আল আমিনের এত বড় শাস্তি

অনলাইন ডেস্ক॥ চলতি বিপিএলে বরিশাল বুলসের পেসার আল-আমিন ও রাজশাহী কিংসের আইকন ক্রিকেটার সাব্বির রহমানের বড় অংকের আর্থিক জরিমানা করা হয়েছে। মাঠের বাইরে মারাত্মক কিছু শৃঙ্খলাবহির্ভূত কর্মকাণ্ডের জন্য তাদের এই শাস্তি পেতে হচ্ছে। শুধু তাই নয়, ভবিষ্যতে এ ঘটনার পুনরাবৃত্তি হলে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে বলেও দু'জনকে হুঁশিয়ারি করা হয়েছে। বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাঠের বাইরে আল-আমিন ও সাব্বিরের মারাত্মক কিছু শৃঙ্খলাবহির্ভূত কর্মকাণ্ড খুঁজে পেয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল। তাই শাস্তি হিসেবে আল-আমিনকে বিপিএলে ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চুক্তির অর্ধেক টাকা জরিমানা করা হয়েছে। বিপিএলের খেলোয়াড় ড্রাফটে ২৫ লাখ টাকা মূল্যের ‘এ’ গ্রেডের খেলোয়াড় ছিলেন তিনি। ফলে সাড়ে ১২ লাখ টাকা হারাচ্ছেন তিনি। অন্যদিকে, সাব্বিরকে জরিমানা করা হয়েছে তার চুক্তির ৩০ শতাংশ অর্থ। ‘এ প্লাস’ শ্রেণিতে থাকা সাব্বির দাম ৪০ লাখ টাকা। ফলে শাস্তির কারণে তিনি হারাচ্ছেন ১২ লাখ টাকা। কিন্তু কী এমন শৃঙ্খলা বহির্ভূত কাজ করলেন যে, এত বড় শাস্তি দেওয়া হলো তাদেরকে। এ বিষয়ে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক তাদের অপরাধ কি সেটা স্পষ্ট করেননি। তবে তিনি এটা নিশ্চিত করেছেন, ম্যাচ কিংবা কোনো স্পট ফিক্সিং কেলেঙ্কারির সাথে জড়িত থাকার জন্য এই শাস্তি দেওয়া হয়নি। তিনি বলেন, ‘টিম হোটেলে আমাদের পর্যবেক্ষক দলের চোখে তাদের শৃঙ্খলাভঙ্গের ঘটনা ধরা পড়েছে। পরে তদন্ত করে ঘটনা সত্যি প্রমাণিত হওয়ায় আল-আমিন ও সাব্বিরকে এই শাস্তি দেওয়া হয়েছে। এর ফলে অন্য খেলোয়াড়রা সতর্ক হবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। তবে, বিপিএল সদস্যসচিব ইসমাইল হায়দার মল্লিক জাতীয় দলের এই দুই খেলোয়াড়ের শৃঙ্খলা ভঙ্গের কাজটির কথা না বললেও একটি সূত্রে জানা গেছে, বিপিএলের চট্টগ্রাম পর্বে হোটেল রুমে নিয়মবহির্ভূত নারী অতিথি নিয়ে যাওয়ার অপরাধেই তাদের ওপর জরিমানার এই খড়গ নেমে এসেছে।
×