ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

এবার অক্সফোর্ডে পড়াবেন শাহরুখ!

প্রকাশিত: ১৮:৫৫, ৩০ নভেম্বর ২০১৬

এবার অক্সফোর্ডে পড়াবেন শাহরুখ!

অনলাইন ডেস্ক॥ নিজের নতুন ছবি 'ডিয়ার জিন্দেগি' মুক্তির পর পরই শাহরুখ খানের সাফল্য এখন ঊর্ধ্বমুখী। এর আগে বিশ্বের বিভিন্ন প্ল্যাটফর্মে প্রাণবন্ত বক্তব্য রেখেছেন তিনি। বক্স অফিসে যে 'ডিয়ার জিন্দেগি' ছবিটি ভালো ফল করবে সেটি বলার অবকাশ রাখেনা। তবে এবার এই বলিউড বাদশার মুকুটে আরও একটি পালক জুড়তে বসেছে। আর তা হল, অক্সফোর্ড ইউনিভার্সিটিতে বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ পেয়েছেন এই বলিউড বাদশা। জানা গেছে, অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রিন্সিপাল অ্যালান রুশব্রিজার, টুইটারের মাধ্যমে শাহরুখকে আমন্ত্রণ জানিয়েছেন বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ে আসার জন্য। সেখানে বক্তব্য রাখবেন তিনি। ছাত্রছাত্রীদের নানা প্রশ্নের জবাবও দেবেন এই সুপারস্টার। অক্সফোর্ডের লেডি মার্গারেট হলে শাহরুখ খানকে বক্তব্য রাখার অনুরোধ জানিয়েই তাকে আমন্ত্রণ জানিয়েছেন। এমন আমন্ত্রণে সত্যিই খুশি শাহরুখ। এর আগে ফ্রান্স সরকারের পক্ষ থেকে 'অর্ডার অফ দ্য আর্টস অ্যান্ড লিটেরেচার' পুরস্কার দেওয়া হয় এই বলিউড তারকাকে। এছাড়া বেডফোর্ডশায়ার ইউনিভার্সিটি থেকে আর্ট অ্যান্ড কালচারের উপর ডক্টরেট উপাধিতে সম্মানিত করা হয়। ইয়লে ইউনিভার্সিটিতে সর্বপ্রথম বলিউড সেলেব্রিটি হিসেবে সম্মানিত হন কিং খান। এবার যেখান থেকে আমন্ত্রণ পেয়েছেন তিনি, তা সচরাচর কেউ পান না।
×