ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ঢামেক থেকে আসামি পালিয়েছে ॥ দুই কারারক্ষী সাসপেন্ড

প্রকাশিত: ০৮:৪২, ৩০ নভেম্বর ২০১৬

ঢামেক থেকে আসামি পালিয়েছে ॥ দুই কারারক্ষী সাসপেন্ড

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বহির্বিভাগ সংলগ্ন পাবলিক টয়লেট থেকে সোহেল (৪২) নামে ঢাকা কেন্দ্রীয় কারাগারের এক সাজাপ্রাপ্ত আসামি পালিয়ে গেছে। মঙ্গলবার বেলা ৩টায় টয়লেটে যাওয়ার কথা বলে আসামি সোহেল পালিয়ে যায়। এদিকে অর্পিত দায়িত্ব পালনে অবহেলার জন্য কারা কর্তৃপক্ষ দায়িত্বরত কারারক্ষী আজিজুল হাকিম, (ব্যাচ নং ১২৫৯১) ও নজরুল ইসলাম মানিককে (ব্যাচ নং ১২৯৭২) সাময়িকভাবে বরখাস্ত করেছে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলাও রুজু করেছে কর্তৃপক্ষ। ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর কবির জনকণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন। কারাবিধি ভঙ্গ করে উক্ত আসামিকে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীরা ডা-াবেড়ি পরায়নি, তাই সে সহজেই পালিয়ে গিয়েছে বলে অভিযোগ উঠেছে। একই সঙ্গে এর মাধ্যমে উক্ত আসামিকে পালিয়ে যেতে সহায়তা করা হয়েছে কি না তা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। পালিয়ে যাওয়ার সময় উক্ত আসামির হাতে হ্যান্ডকাফ থাকলেও কোন ডা-াবেড়ি পরানো ছিল না বলে প্রত্যক্ষদর্শীরা বর্ণনা করেছেন। মাদক মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি সোহেলের বাড়ি ঢাকার কেরানীগঞ্জে। এদিকে ঘটনার পরপরই ঢাকা বিভাগের কারা উপমহাপরিদর্শক তৌহিদুল ইসলাম ও ঢাাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর কবির ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় কারা মহাপরিদর্শক সাংবাদিকদের বলেন, এ ঘটনায় প্রাথমিকভাবে দায়িত্ব অবহেলায় দুই কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হলেও আগামী ১৫ দিনের মধ্যে তা তদন্তপূর্বক এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে। কারাসুত্র জানায়, কারাবিধি অনুযায়ী সাজাপ্রাপ্ত আসামির অপরাধের ধরন বুঝে অতি গুরুতর অসুস্থ কোন আসামি ছাড়া প্রতিটি আসামিকে কারাগার থেকে বের হওয়ার সময় যাতে পালিয়ে যেতে না পারে সেজন্য বাধ্যতামূলকভাবে ডা-াবেড়ি পরানোর কথা রয়েছে। এক্ষেত্রে অজ্ঞাত কারণে তা মানা হয়নি। অপরদিকে ডা-াবেড়ি না পরানোর দায়ে ২ কারারক্ষীকে সাময়িকভাবে বরখাস্ত করলেও সংশ্লিষ্ট অন্য কোন কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে কোন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেনি বা এ বিষয়ে কোন তদন্ত কমিটিও গঠন করেনি কারা কর্তৃপক্ষ। কারা সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীরা আসামিকে অর্থের বিনিময়ে বিভিন্ন অনৈতিক সুবিধা প্রদানের অভিযোগ দীর্ঘদিনের। কারাসূত্র জানায়, আসামি সোহেলকে সোমবার রাত আনুমানিক সাতটার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ২১৭ নং ওয়ার্ডে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।
×