ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কাশ্মীরে আত্মঘাতী জঙ্গী হামলায় ৭ ভারতীয় সেনা নিহত

প্রকাশিত: ০৮:৪০, ৩০ নভেম্বর ২০১৬

কাশ্মীরে আত্মঘাতী জঙ্গী হামলায় ৭ ভারতীয় সেনা নিহত

জনকণ্ঠ ডেস্ক ॥ ভারত শাসিত কাশ্মীরের জম্মুর নাগরোটায় সেনা ঘাঁটির কাছে আত্মঘাতী জঙ্গী হামলায় সাত সেনা নিহত হয়েছে। এর মধ্যে দুজন কর্মকর্তা এবং বাকি পাঁচজন সাধারণ সৈনিক। মঙ্গলবার ভোরে জঙ্গীরা আত্মঘাতী হামলা চালালে এ নিহতের ঘটনা ঘটে। নাগরোটা শহরটি পাকিস্তান সীমান্ত থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে অবস্থিত। এনডিটিভি জানায়, মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটায় ভারি অস্ত্রে সজ্জিত আত্মঘাতী হামলাকারীরা পুলিশের পোশাক পরে গ্রেনেড বিস্ফোরণ ঘটিয়ে নাগরোটা সেনাঘাঁটিতে ঢোকে। অন্ততপক্ষে চার আত্মঘাতী হামলাকারী সেনা সদস্যের পরিবার থাকে এ রকম দুটি ভবনে ঢুকে পড়ে। এরপর তারা নির্বিচারে গুলিবর্ষণ শুরু করে। জম্মু থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে নাগরোটা ভারতীয় সেনাবাহিনীর ১৬ কোরের সদর দফতর। সেনাবাহিনী এলাকাটি ঘিরে রেখেছে। ওই এলাকার সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। শিবিরটির কাছ দিয়ে যাওয়া একটি মহাসড়কেও যান চলাচল বন্ধ রাখা হয়েছে।
×