ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শিক্ষক কর্মচারীদের কালো ব্যাজ ধারণ

প্রকাশিত: ০৮:২১, ৩০ নভেম্বর ২০১৬

শিক্ষক কর্মচারীদের কালো ব্যাজ ধারণ

স্টাফ রিপোর্টার ॥ পুলিশের সঙ্গে সংঘর্ষে ময়মনসিংহের ফুলবাড়িয়া কলেজ শিক্ষকের মৃত্যুর প্রতিবাদ জানিয়ে দোষীদের শাস্তি নিশ্চিত করার আহ্বান জানিয়েছে বিভিন্ন শিক্ষক সংগঠন। ঘটনার প্রতিবাদে মঙ্গলবার থেকে দেশব্যাপী বেসরকারী কলেজ শিক্ষক ও কর্মচারীরা কালো ব্যাজ ধারণ কর্মসূচী শুরু করেছেন। বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির (বাকশিস) ডাকে আগামী শনিবার পর্যন্ত কর্মসূচী চলবে। এদিকে দোষীদের শাস্তি নিশ্চিত করার আহ্বান জানিয়েছে স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ)। বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির (বাকশিস) সভাপতি অধ্যক্ষ একেএম আসাদুল হক বলেছেন, মঙ্গলবার থেকে তাদের সংগঠনের ডাকে দেশব্যাপী বেসরকারী কলেজ শিক্ষক ও কর্মচারীরা কালো ব্যাজ ধারণ কর্মসূচী শুরু করেছেন। এরপর শনিবার সকল জেলা সদরে শিক্ষক হত্যার প্রতিবাদ ও নীতিমালার ভিত্তিতে কলেজ শিক্ষাসহ সমগ্র শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে শিক্ষক শিক্ষাকর্মীদের বিক্ষোভ মিছিল কর্মসূচী পালন করা হবে। এদিকে ফুলবাড়িয়া কলেজ জাতীয়করণের দাবিতে আন্দোলনের এক পর্যায়ে ঐ কলেজের শিক্ষক নিহত হওয়ার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ)। শিক্ষক নিহতের এ ঘটনার সঙ্গে জড়িত দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান হয় পরিষদের পক্ষ থেকে।
×