ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঘাতক ধরতে...

প্রকাশিত: ০৫:৫১, ৩০ নভেম্বর ২০১৬

ঘাতক ধরতে...

বেলারুশের এক ব্যক্তির গাড়িতে গত ছয় মাসে ২০ বারের বেশি দাগ কাটা হয়েছে। ওই ব্যক্তি এমন যন্ত্রণা সহ্য করতে না পেরে অবশেষে এক মাস গাড়িতে ঘুমিয়ে ঘাতককে পাকড়াও করতে সক্ষম হন। গাড়িতে দাগ কাটার চিহ্ন দেখলে সবারই রাগ চড়ে ওঠে। তবে এমন ঘটনার মুখোমুখি হওয়া অস্বাভাবিক ব্যাপার নয়। যে কারণে বেলারুশের গাড়ি চালক কট মারস্কিন ছয় মাস আগে প্রথমবার তার গাড়িতে আচড় দেখতে পেয়ে খুব একটা আমলে নেননি। কিন্তু তার দামী ভক্সওয়াগন পোলো গাড়িতে অল্প সময়ের ব্যবধানে বেশ কয়েকবার আচড়ের দাগ দেখতে পেয়ে তিনি ক্লু খুঁজতে শুরু করেন- কে তার গাড়িতে দাগ কাটছে এবং কেন। তিনি খেয়াল করলেন, তিনি যখন একটি পার্কের প্রবেশ পথে ফুটপাথের পাশে তার গাড়ি পার্ক করেন তখনই এ ধরনের ঘটনা ঘটে। এরপর কট মারস্কিন মনে করেন তার সঙ্গে কিছু দিন আগে একজনের ঝগড়া হয়েছিল। সে এমনটি করতে পারে। এরপর কট মারস্কিন গাড়িতে একটি নোট লিখে রাখেন যাতে তিনি উত্তর পান কারা এবং কেন এমনটি করছে। এক পর্যায়ে ই-মেইল আইডি লিখে রাখেন। কিন্তু কোন ফল তিনি পাননি। এরপর ড্যাশবোর্ডে ক্যামেরা লাগিয়েও কোন ফল পাননি। কিন্তু রহস্য উদ্ঘাটনে পিছপা হতে রাজি নন কট মারস্কিন। তিনি গাড়িতে ঘুমানোর মনস্থ করে ফেলেন। তিনি ঘটনা বিশ্লেষণ করে দেখেন, ভোর চারটা থেকে ছয়টার মধ্যে দাগ কাটার ঘটনা ঘটছে। এজন্য তিনি তার ঘড়িতে চারটায় এ্যালার্ম দিয়ে রাখেন। অবশেষে গাড়ির পেছনের সিটে অবস্থান করে এক মাসের মাথায় তিনি ভোর রাতে ঘাতককে হাতেনাতে পাকড়াও করেন। -অডিটি সেন্ট্রাল
×