ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পালিয়ে আসা রোহিঙ্গাদের ফেরত পাঠানো হবে ॥ স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ০৫:৪৯, ৩০ নভেম্বর ২০১৬

পালিয়ে আসা  রোহিঙ্গাদের  ফেরত পাঠানো  হবে ॥ স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, মৌলভীবাজার, ২৯ নবেম্বর ॥ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, নিপীড়ন ও নির্যাতনের কারণে রোহিঙ্গারা দেশ ছাড়তে বাধ্য হয়েছে। বাংলাদেশে মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দেয়া হয়েছে এবং সরকারের পক্ষ থেকে চিকিৎসা দেয়া হচ্ছে। মিয়ানমারের পরিস্থিতি স্বাভাবিক হলে পালিয়ে আসা রোহিঙ্গাদের সে দেশে ফেরত পাঠানো হবে। তিনি আরও বলেন, আসছে জেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ নির্বাচন কমিশন আইনশৃঙ্খলা বাহিনীর কাছে যে ধরনের নির্দেশনা দেবে সে অনুয়ায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। মৌলভীবাজার জেলার মঙ্গলবার বিকেলে বড়লেখা থানার নবনির্মিত ভবনের উদ্বোধন শেষে এক সুধী সমাবেশে মন্ত্রী এসব কথা বলেন। পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ মোঃ শাহাব উদ্দিন এমপি, উপাধ্যক্ষ মোঃ আব্দুস শহীদ এমপি, সৈয়দা সায়রা মহসিন এমপি, আব্দুল মতিন এমপি, সিলেট রেঞ্জের ডিআইজি মিজানুর রহমান, জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম প্রমুখ। এর আগে তিনি জুড়ী থানা ভবনের নির্মাণ কাজের ভিত্তি স্থাপন করেন। বিকেলে তিনি বড়লেখা উপজেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। সকাল ১২টায় মন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি বড়লেখার সুজানগর ইউপির বরথল এলাকায় হ্যালিপ্যাডে এসে অবতরণ করে।
×