ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বিএইচবিএফসি’র নতুন এমডি দিদার মোঃ আবদুর রব

প্রকাশিত: ০৫:১৩, ৩০ নভেম্বর ২০১৬

বিএইচবিএফসি’র নতুন এমডি দিদার মোঃ আবদুর রব

সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে দিদার মোঃ আবদুর রবকে পদোন্নতি দিয়ে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন (বিএইচবিএফসি)-এ পদায়ন করায় তিনি প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেন। তৎপূর্বে তিনি সোনালী ব্যাংক লিমিটেড-এ আড়াই বছর যাবৎ উপ-ব্যবস্থাপনা পরিচালক পদে কর্মরত ছিলেন। এ সময়ে প্রায় তিন মাস যাবৎ একই ব্যাংকের সিইও এ্যান্ড এমডি’র অতিরিক্ত দায়িত্ব¡ পালন করেন দিদার মোঃ আবদুর রব নোয়াখালী জেলার সুধারাম থানার হুগলী গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর ১৯৮২ সালে অনুষ্ঠিত বিআরসি পরীক্ষায় মেধা কোটায় ১৬তম স্থান অর্জন করে ০৮.০৬.১৯৮৩ তারিখ থেকে সিনিয়র অফিসার হিসেবে সোনালী ব্যাংকে কর্মজীবন শুরু করেন। তিনি ১৯৮৫ সালে ব্যাংকিং ডিপ্লোমায় ২য় পর্বের দুটি পরীক্ষায় সম্মিলিত ফলাফলে ১ম স্থান অধিকার করে বিসিসিআই স্বর্ণপদক ও বাংলাদেশ ব্যাংক রৌপ্যপদক প্রাপ্ত হন।-বিজ্ঞপ্তি রেমিটেন্সের তথ্য পাঠাতে নতুন নির্দেশনা দেশ থেকে বাইরে যাওয়া রেমিটেন্স আবার ফেরত এলে অথবা বিদেশ থেকে আসা রেমিটেন্স আবার ফেরত গেলে সেই তথ্য আলাদাভাবে উল্লেখ করে নির্দিষ্ট ফরম পূরণ করে বাংলাদেশ ব্যাংকের কাছে পাঠাতে বলা হয়েছে ব্যাংকগুলোকে। এ লক্ষ্যে নতুন ফরম সংযুক্ত করে একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ অপারেশন বিভাগ। সোমবার বিদেশী মুদ্রা লেনদেনে নিয়োজিত সব অনুমোদিত ডিলার ব্যাংকগুলোকে পাঠানো ওই সার্কুলারে বলা হয়, যথাযথভাবে ইস্যুকৃত সি-ফরম ও টিএম ফরমের ওপরে ডান দিকে যথাক্রমে ‘ইনওয়ার্ড আইডি’ ও ‘টিএম আইডি’ শিরোনামে অনলাইন থেকে প্রাপ্ত ‘ট্রানজেকশন আইডি’ সন্নিবেশিত করার নির্দেশনা দেয়া হলো। -অর্থনৈতিক রিপোর্টার স্টিলের ওপর ট্যারিফ বৃদ্ধি প্রত্যাহারের দাবি লৌহজাত পণ্যের কাঁচামাল বিপি সিট কোয়ালিটি স্টিলের ওপর অযৌক্তিকভাবে বাড়ানো ১৪০ ডলার ট্যারিফ বৃদ্ধি অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছেন বাংলাদেশ আয়রন এ্যান্ড স্টিল ইম্পোর্টার এ্যাসোসিয়েশন্স। এ ক্ষেত্রে প্রাইম কোয়ালিটির ন্যায় সেকেন্ডারি কোয়ালিটি স্টিলের ইনভয়েস ভ্যালুর ওপর শুল্কায়ন নির্ধারণ করার দাবিও জানিয়েছেন তারা। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ দাবি জানিয়েছেন স্টিল এ্যাসোসিয়েশন্সের সাধারণ সম্পাদক আলহাজ্ব নাসির উল্লাহ, যুগ্ম সম্পাদক আমির হোসেন নূরানী ও অর্থ সম্পাদক আবু জর গিফারি জুয়েলসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সাংবাদিক সম্মেলনে তারা বলেন, দেশে কোন লোহার খনি না থাকায় চাহিদার সবটুকুই বিদেশ থেকে আমদানি করতে হয়। চার লাখ ক্ষুদ্র মাঝারি ও বড় শিল্প কারখানার সঙ্গে কমপক্ষে এক কোটি লোক জড়িত। -স্টাফ রিপোর্টার
×