ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ ব্যাংকের ওপর দায় চাপাচ্ছে আরসিবিসি

প্রকাশিত: ০৫:১২, ৩০ নভেম্বর ২০১৬

বাংলাদেশ ব্যাংকের ওপর দায় চাপাচ্ছে আরসিবিসি

অর্থনৈতিক রিপোর্টার ॥ রিজার্ভের ৮ কোটি ১০ লাখ ডলার চুরি দায় বাংলাদেশের ওপর চাপাচ্ছে ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংক কর্পোরেশন (আরসিবিসি)। দেশটির অনলাইন এবিএস-সিবিএস নিউজ এ খবর দিয়েছে। এতে বলা হয়েছে, আরসিবিসি মঙ্গলবার বলেছে, বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের গাফিলতির কারণেই তাদের বৈদেশিক রিজার্ভ থেকে ওই অর্থ চুরি হয়েছে। ওই ঘটনার জন্য আরসিবিসি দায়ী হতে পারে না। এ সময় ফিলিপিন্সে নিযুক্ত বাংলাদেশী রাষ্ট্রদূত জন গোমেজেরও সমালোচনা করে আরসিবিসি। তারা বলেছে, অন্যায়ভাবে মিডিয়াকে ব্যবহার করে বাংলাদেশী রাষ্ট্রদূত ফিলিপাইনের সরকারের ওপর চাপ সৃষ্টি করেছেন ওই অর্থ উদ্ধারের জন্য। আরসিবিসি কাউন্সেল থিয়া ডায়েপ এক বিবৃতিতে বলেছেন, বাংলাদেশ ব্যাংক হলো এমন একটি ব্যাংক যেখানে গালিফতি (নেগলিজেন্ট) ছিল। তাই আমরা ফিলিপাইন সরকারের কাছে বাংলাদেশ ব্যাংককে স্বচ্ছতা প্রদর্শনের আহ্বান জানাই। যাত্রা শুরু করল ওয়ালটন ই-প্লাজা অর্থনৈতিক রিপোর্টার ॥ ই-কমার্স সেবাকে আরও গতিশীল করতে এবং দেশের প্রতিটি ঘরে ঘরে আরও সহজে ওয়ালটন পণ্য পৌঁছে দিতে সারাদেশে ই-প্লাজা কার্যক্রম শুরু করল ওয়ালটন। এর ফলে এখন থেকে প্রত্যন্ত অঞ্চলের গ্রাহকরাও ঘরে বসেই ভিসা কার্ড, মাস্টার কার্ড অথবা ওয়ালেটমিক্স মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অনলাইনে অর্থ পরিশোধ করে সহজেই কিনতে পারবেন ওয়ালটন ব্র্যান্ডের সকল পণ্য। বিশ্বের যে কোন প্রান্ত থেকে অনলাইনে পণ্য কিনে বাংলাদেশের যে কোন ই-প্লাজা স্টোর থেকে পণ্য বুঝে নিতে পারবেন গ্রাহকরা। পাশাপাশি ওয়ালটন ই-প্লাজার মাধ্যমে পণ্য কিনে গ্রাহকরা ৫ শতাংশ পর্যন্ত ডিসকাউন্টসহ শর্তসাপেক্ষে ফ্রি হোম ডেলিভারি সুবিধাও পাবেন। সম্প্রতি রাজধানীর মিরপুর মাজার রোডে ও গাজীপুরের চন্দ্রায় একযোগে চালু করা হয়েছে দুটি ওয়ালটন ই-প্লাজা স্টোর। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো ওয়ালটন ই-প্লাজার। দুটি স্থানে ই-প্লাজা স্টোর চালু করা হলেও এ বছরের মধ্যেই দেশের সমস্ত জেলা শহরেই ওয়ালটন ই-প্লাজা স্টোর চালু করা হবে।
×