ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

৯২ রানে বিধ্বস্ত নেপাল, আজ পাকিদের মুখোমুখি বাংলাদেশ

রুমানাদের বড় জয় এশিয়া কাপে

প্রকাশিত: ০৪:৩২, ৩০ নভেম্বর ২০১৬

রুমানাদের বড় জয় এশিয়া কাপে

স্পোর্টস রিপোর্টার ॥ চলমান টি২০ মহিলা এশিয়া কাপে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। মঙ্গলবার দুপুরে ব্যাংককে অনুষ্ঠিত ম্যাচে রুমানা আহমেদের দল ৯২ রানে উড়িয়ে দেয় নেপাল মহিলা ক্রিকেট দলকে। আগের দুই ম্যাচে ব্যাটিং ব্যর্থতা কাটিয়ে ৪ উইকেটে ১৩৩ রানের বড় সংগ্রহ গড়েছিল বাংলাদেশের মেয়েরা। জবাবে বাংলাদেশী বোলারদের দাপটে ১৭.৩ ওভারে মাত্র ৪১ রানেই গুটিয়ে যায় নেপালের ইনিংস। আগের ম্যাচে থাইল্যান্ড মহিলা দলকে ৩৫ রানে হারিয়েছিল রুমানারা। তবে আজ আরেকটি অগ্নিপরীক্ষা বাংলাদেশের মেয়েদের। শক্তিশালী পাকিস্তান মহিলা দলের বিরুদ্ধে সকাল ৯টায় লড়াইয়ে নামতে হবে তাদের। ফাইনালে ওঠার আশা টিকিয়ে রাখতে হলে এ ম্যাচে জিততেই হবে বাংলাদেশকে। পাক মেয়েরা টানা দুই ম্যাচ জিতলেও মঙ্গলবার শক্তিশালী ভারতের কাছে ৫ উইকেটে পরাজিত হয়েছে। এশিয়া কাপের সবগুলো আসরে চ্যাম্পিয়ন ভারত মহিলা দলের বিরুদ্ধে অভিযান শুরু করেছিল এবার বাংলাদেশ মহিলা দল। কিন্তু সেই ম্যাচে ৬৪ রানের বড় পরাজয়ের তিক্ততা জুটেছিল। এরপর থাই মেয়েদের বিরুদ্ধে দারুণ জয়ে নিজেদের আত্মবিশ্বাস ফিরে পায় রুমানারা। মঙ্গলবার উজ্জীবিত হয়েই দুর্বলতর নেপালের মুখোমুখি হয় তারা। টস জিতে আগে ব্যাটিংয়ে নামার সিদ্ধান্তটাও ফলপ্রসূ হয়েছে। আগের দুই ম্যাচে ওপেনাররা ব্যর্থ হলেও এদিন প্রথম উইকেটে ৭১ রানের বড় জুটি পায় বাংলাদেশ। সানজিদা ইসলাম ৪০ বলে ৫ চারে ৩৫ রান করার পর সাজঘরে ফিরলে জুটি ভাঙ্গে। পরের ওভারেই আয়েশা রহমানকে (৪) হারিয়ে ফেলে বাংলাদেশের মেয়েরা। তবে এতে করে ভাল একটা সংগ্রহ পাওয়ার ক্ষেত্রে কোন সমস্যা হয়নি। দারুণ খেলছিলেন আরেক ওপেনার নিগার সুলতানা। তিনি ৪১ বলে ১ চারে ৩৯ রান করে সাজঘরে ফেরেন। পরে শায়লা শারমিনের ১৭ বলে ২ চারে ১৯ এবং অধিনায়ক রুমানার মাত্র ৯ বলে ২ চারে অপরাজিত ১৭ বড় সংগ্রহ পেতে সহায়ক ভূমিকা রাখে। ৪ উইকেটে ১৩৩ রানের বড় সংগ্রহ পায় বাংলাদেশ। সঙ্গিতা রাই ৩১ রান দিয়ে নেন ২ উইকেট। জবাব দিতে নেমে শুরুতেই বিপর্যস্ত হয়ে পড়ে নেপালের ব্যাটিং লাইনআপ। দারুণ লাইনে বল করে প্রতিপক্ষকে কোণঠাসা করে ফেলে বাংলাদেশের বোলাররা। শুধু লড়াই করে গেছেন ওপেনার সীতা রানা মাগার। তিনি ছাড়া আর কেউ দুই অঙ্কে পৌঁছুতে পারেননি। বিশেষ করে লেগস্পিনার ফাহিমা খাতুনের ঘূর্ণিবলে দিশেহারা হয়ে যায় নেপালী মেয়েদের ব্যাটাররা। নিয়মিত বিরতিতে উইকেট খুইয়ে শেষ পর্যন্ত ১৫ বল বাকি থাকতেই তাদের ইনিংস মুখ থুবড়ে পড়ে ৪১ রানে। ফাহিমা ৪ ওভারে ১ মেডেনসহ মাত্র ৮ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন। সীতা ১৪ বলে ৩ চারে সর্বোচ্চ ১৫ রান করেন। তবে আজই বাংলাদেশের মেয়েদের বড় পরীক্ষা ফাইনালে ওঠার জন্য। পাকিস্তানকে হারাতে পারলেই সেই পথটা সুগম হয়ে যাবে রুমানাদের। পাক মেয়েরাও একমাত্র পরাজয় দেখেছে ভারতের কাছে মঙ্গলবারই। প্রথম ব্যাট করে ৭ উইকেটে ৯৭ রান তুলেছিল তারা। জবাবে ভারতের মেয়েরা ১৯.২ ওভারে ৫ উইকেটে ৯৮ রান তুলে জয় পায়। এর আগে পাক মেয়েদের বিরুদ্ধে ৭ টি২০ খেলে প্রতিবারই হেরে গেছে বাংলাদেশের মেয়েরা। জিততে হলে তাই পুরনো ইতিহাস পাল্টাতে হবে রুমানাদের। সকাল ৯টায় ম্যাচটি শুরু হবে। স্কোর ॥ বাংলাদেশ মহিলা দল ইনিংস- ১৩৩/৪; ২০ ওভার (নিগার ৩৯, সানজিদা ৩৫, শায়লা ১৯, রুমানা ১৭*; সঙ্গিতা-২/৩১)। নেপাল মহিলা দল ইনিংস- ৪১/১০; ১৭.৩ ওভার (সীতা ১৫, ইন্দু ৯, রুবিনা ৭; ফাহিমা ৪/৮, নাহিদা ২/২)। ফল ॥ বাংলাদেশ মহিলা দল ৯২ রানে জয়ী।
×