ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আসিফের অভিযোগে ক্ষুব্ধ মুশফিক

প্রকাশিত: ০৪:৩১, ৩০ নভেম্বর ২০১৬

আসিফের অভিযোগে ক্ষুব্ধ মুশফিক

স্পোর্টস রিপোর্টার ॥ রংপুর রাইডার্সের খেলোয়াড় জুপিটার ঘোষ কিছুদিন আগে অভিযোগ করেছিলেন দলের ম্যানেজার সানোয়ার হোসেন ম্যাচ ফিক্সিংয়ের আহ্বান জানিয়েছিলেন। জুপিটারের অভিযোগে আবার চলমান বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল টি২০) ম্যাচ গড়াপেটার বিতর্ক ধাক্কা দিয়েছে। সেটার রেশ কাটতে না কাটতেই বরিশাল বুলসের ব্র্যান্ড এ্যাম্বাসেডর গায়ক আসিফ আকবর তার ফেসবুক পেজে অভিযোগ করেন তিনি নিশ্চিত বরিশালের ক্রিকেটাররা ম্যাচ ফিক্সিংয়ে জড়িত। আসিফের এমন অভিযোগ শুনে দারুণ কষ্ট পেয়েছেন বরিশাল বুলস অধিনায়ক মুশফিকুর রহীম। তিনি ক্ষুব্ধ হয়ে উল্টো দাবি করেছেন পাগল ছাড়া আর কোন সুস্থ মানুষ প্রমাণ ছাড়া এমন অভিযোগ করতে পারেন না। মঙ্গলবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিরুদ্ধে ম্যাচশেষে সংবাদ সম্মেলনে এ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি। তিনি স্ট্যাটাস সম্পর্কে বলেন, ‘উনি আমাদের দেশে প্রায় সেলিব্রেটি এবং শিক্ষিত একজন মানুষ, তার মুখ থেকে এ রকম কথা আসবে বা লিখবে এটা বিরক্তিকর ও লজ্জাজনক। আমরা দেশী-বিদেশী সবাই এত কষ্ট করে খেলছি, এত পেশাদারিত্ব, এটাই আমাদের রুটি-রোজগার, এটার সঙ্গে যদি কেউ বেঈমানী করে, এর চেয়ে বড় কিছু আর হতে পারে না। উনি যেটা লিখেছেন, খুব কষ্ট লাগছে। উনি এটা মাথা ঠিক অবস্থায় লিখেছেন নাকি বেঠিক অবস্থায়, নিজেও জানি না। উনি লিখেছেন যে উনি নিশ্চিত, কিন্তু প্রমাণ নেই। এটা কোন ধরনের ভাষা! এ রকম লোকের কাছ থেকে এমন অভিযোগ আসা হতাশাজনক। উনি বলতে পারতেন যে আমাদের খেলায় উনি হতাশ। সেটা হতেই পারে।’
×