ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

তৃতীয় টেস্টে ৮ উইকেটে হারল ইংল্যান্ড, অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচসেরা রবীন্দ্র জাদেজা

মোহালিতে জিতে ২-০ করল ভারত

প্রকাশিত: ০৪:৩১, ৩০ নভেম্বর ২০১৬

মোহালিতে জিতে ২-০ করল ভারত

স্পোর্টস রিপোর্টার ॥ মোহালিতেও পাত্তা পেল না ইংল্যান্ড। তৃতীয় টেস্টে সফরকারীদের ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-০তে এগিয়ে গেল ভারত। ২ উইকেট হারিয়ে চতুর্থদিনে ১০৩ রানের জয়ের লক্ষ্যে স্বাগতিকরা পৌঁছে গেল মাত্র ২০.২ ওভারে। দীর্ঘ আট বছর পর দলে ফেরা পার্থিব প্যাটেল ৫৪ বলে ওয়ানডে স্টাইলে খেললেন ৬৭ রানের অপরাজিত ইনিংস। অধিনায়ক বিরাট কোহলি ৬ রানে অপরাজিত থাকলে আয়েশী জয়ে মাঠ ছাড়ে ভারত। প্রথম ইনিংসে তাদের সংগ্রহ ছিল ৪১৭ রান। ইংল্যান্ড অলআউট ২৮৩ ও ২৩৬-এ। ম্যাচ শেষে অতিথি অধিনায়ক স্বীকার করে নিয়েছেন, তাদের হারের কারণ প্রথম ইনিংসের ব্যাটিং ব্যর্থতা। পুরো ইনিংসে কোন সেঞ্চুরি নেই, নেই কোন ভারতীয় বোলারের ৫ উইকেটও। সেনাপতি কোহলি এটিকে তাই ‘টিম এফোর্ট’ বলে অভিহিত করেছেন। অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচসেরা রবীন্দ্র জাদেজা। ঋদ্ধিমান সাহার ইনজুরির কারণে দীর্ঘ ৮ বছর পর প্যাটেল এই টেস্টে সুযোগ পেয়েছেন। দারুণ খেলেও প্রথম ইনিংসে ফিরেছিলেন ৪২ রান করে। দ্বিতীয় ইনিংসে আর ভুল করেননি। ক্যারিয়ারের দ্রুততম হাফ সেঞ্চুরির (৩৯ বলে) পর ৬৭ রানের টর্নেডো ইনিংস উপহার দিয়ে থাকলেন অপরাজিত। ৫৪ বলের ইনিংসে চার ১১ ও ছক্কা ১টি। ফল চতুর্থদিনের ঘণ্টাখানেক বাকি থাকতেই খেল খতম। আয়েশী জয়ে ২-০তে এগিয়ে যাওয়া। ২৫ রান করে আউট হয়েছেন চেতেশ্বর পুজারা। ইংল্যান্ডের দিতীয় ইনিংস যেন প্রথম ইনিংসের এ্যাকশন রিপ্লে। আগের দিনের ৭৮-এর সঙ্গে কোন রান যোগ করার আগেই সাজঘরে ফেরেন গ্যারেথ ব্যাটি (০)। একটু পর তার সঙ্গী হন জস বাটলার (১৮)। তবে ইংলিশ শিবিরে সবচেয়ে বড় ধাক্কাটা দিয়েছেন অজিঙ্কা রাহানে। জাদেজার বলে ক্রিজ আঁকড়ে পড়ে থাকা রুটকে (৭৮) দারুণ এক ক্যাচে ফেরান তিনি। একপ্রান্তে দঁড়িয়ে সতীর্থদের প্যাভিলিয়নে ফেরা দেখেছেন হাসিব হামিদ। ১৫৬ বলে ৫৯ রান করে শেষ পর্যন্ত অপরাজিত তরুণ এই ইংলিশ ব্যাটসম্যান। সমন্বিত সাফল্যে বল হাতে এবারও দুর্দান্ত ভারতীয়রা। অশ্বিন ৩, মোহাম্মদ শামি, জাদেজা ও জয়ন্ত যাদব প্রত্যেকে নিয়েছেন ২টি করে উইকেট। দু’দলের প্রথম ইনিংসই মূলত ম্যাচের ভাগ্য গড়ে দিয়েছে। যেখানে ২৮৩ রানে অলআউট ইংল্যান্ড। একমাত্র হাফ সেঞ্চুরি জনি বেয়ারস্টোর (৮৯)। জবাবে পাঁচ ব্যাটসম্যানের হাফ সেঞ্চুরির সৌজন্যে ৪১৭ রান করে এগিয়ে যায় ভারত। দর্শনীয় সাত, আট ও নয় নম্বরে নেমে অশ্বিন ৭২, জাদেজা ৯০ ও জয়ন্ত যাদবের ৫৫ রান। নিজেদের টেস্ট ইতিহাসে এই প্রথম সাতের নিচে নেমে তিন ব্যাটসম্যান একসঙ্গে হাফ সেঞ্চুির হাঁকিয়েছেন। ‘প্রথম ইনিংসে প্রতিপক্ষকে ২৮৩তে থামিয়ে দেয়ার পর নিজেরা ৪ শ’ পেরিয়ে গেছি। লোয়ার অর্ডারে অশ্বিন, জাদেজা, জয়ন্ত অসাধারণ ব্যাট করেছে। সিরিজে আমরা ক্রমশ আরও বেশি করে আত্মবিশ্বাসী হয়ে উঠছি। সব মিলিয়ে এই জয় সমন্বিত প্রচেষ্টার ফল।’ বলেন ভারত অধিনায়ক কোহলি। ৮ ডিসেম্বর মুম্বাইয়ে শুরু চতুর্থ টেস্ট।
×