ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রোনাল্ডো, নেইমার ও গ্রিজম্যান সেরা তিনে

প্রকাশিত: ০৪:৩০, ৩০ নভেম্বর ২০১৬

রোনাল্ডো, নেইমার ও গ্রিজম্যান সেরা তিনে

স্পোর্টস রিপোর্টার ॥ আসন্ন ফিফা বর্ষসেরা ফুটবলারের দৌড়ে এগিয়ে আছেন সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। অনেকের মতো বিষয়টি স্বীকার করেছেন ব্রাজিল কোচ টিটেও। তবে অবাক করা বিষয় হচ্ছে, সেলেসাও কোচের দৃষ্টিতে সেরা তিনেই থাকবেন না বার্সিলোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। দুই ও তিন নম্বরে নেইমার ও এ্যান্টোনিও গ্রিজম্যান থাকবেন বলে মনে করেন টিটে। এক সাক্ষাতকারে এমনই বলেছেন ব্রাজিলকে পাল্টে দেয়া এই কোচ। ফ্রান্স ফুটবলের সঙ্গে একত্রিত হয়ে ফিফা ব্যালন ডি’অর দেয়া থেকে বেরিয়ে এসেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। মূলত চুক্তি শেষ হওয়ায় আলাদা হয়ে গেছে পুরস্কার দু’টি। এবার থেকেই আগের মতো ভিন্নভাবে এ্যাওয়ার্ড দেয়া হবে। ২০১৬ সালের ফিফা সেরার ক্ষেত্রে ব্রাজিল কোচের বিচারে শীর্ষ ভোট পেয়েছেন পর্তুগাল ও রিয়াল মাদ্রিদ তারকা রোনাল্ডো। এরপরের দুটি স্থানে আছেন যথাক্রমে বার্সিলোনার নেইমার ও এ্যাটলেটিকো মাদ্রিদের এ্যান্টোনিও গ্রিজম্যান। এ বিষয়ে টিটে সাক্ষাতকারে বলেন, মেসি অবশ্যই বিশে^র সেরা খেলোয়াড় এতে কোন সন্দেহ নেই। কিন্তু গত মৌসুমে রোনাল্ডোই সেরা ছিলেন। দু’জনের মধ্যে তুলনা করলে রোনাল্ডো এবার ভাল খেলেছে। আমি শীর্ষ তিনজনের মধ্যে থেকে মেসিকে বাদ দিয়েছি, কারণ চলতি বছর সে বেশ কয়েকবার ইনজুরিতে পড়েছে। রোনাল্ডো এভাবেই সামনে এগিয়ে গেছে এবং জাতীয় ও ক্লাব দলে নিজেকে প্রমাণ করেছে। এবার ফিফার বর্ষসেরা খেলোয়াড়কে ভোটের পদ্ধতিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। ফিফার স্থায়ী সদস্যভুক্ত প্রতিটি দেশের জাতীয় দলের অধিনায়ক ও কোচ তিনটি করে ভোট দেবেন। এটা একটি ধাপ, দ্বিতীয় ধাপে অনলাইন ব্যালটের মাধ্যমে ২০০ সংবাদ মাধ্যম প্রতিনিধি তাদের সেরা খেলোয়াড়কে বেছে নেবে। অর্থাৎ এবারের ফিফা বর্ষসেরা ফুটবলার বাছাইয়ে ভূমিকা রাখবেন বিশ্বব্যাপী জাতীয় দলের অধিনায়ক ও কোচেরা। তাদের ভোট নির্বাচনে ৫০ শতাংশ কাজ করবে। বাকি ৫০ শতাংশ নির্বাচন হবে ২০০টি সংবাদ মাধ্যমের কর্মীদের ভোটে। গত বছর মেসি ও রোনাল্ডোর পর তৃতীয় স্থানে ছিলেন নেইমার। সর্বশেষ ব্রাজিলিয়ান হিসেবে এই পুরস্কার জয় করেছিলেন রোনাল্ডিনহো। ২০০৪ ও ২০০৫ সালে পরপর দুইবার তিনি ফিফা বর্ষসেরা খেলোয়াড় হিসেবে পুরস্কৃত হয়েছিলেন। এদিকে মেসির আবারও বার্সিলোনা ছাড়ার গুঞ্জন শোনা যাচ্ছে। আগের মাসে ইংলিশ প্রিমিয়ার লীগের (ইপিএল) দল ম্যানসিটিকে জড়িয়ে গুঞ্জন রটে। এবার ফরাসী এক ম্যাগাজিনের খবর- আর্জেন্টাইন অধিনায়কের দিকে হাত বাড়িয়েছে প্যারিস সেইন্ট-জার্মেইন (পিএসজি)। এমনকি লীগ ওয়ানের দলটি নিজেদের সর্বোচ্চ প্রচেষ্টার অংশ হিসেবে মেসির বাবার সঙ্গে যোগাযোগ করারও চেষ্টা চালাচ্ছে বলে চাউর হয়েছে। ২০১৮ সালে কাতালানদের সঙ্গে চুক্তি শেষ হবে মেসির। তাই সোনার ডিম পাড়া হাঁসকে নিজেদের শিবিরে ধরে রাখতে চেষ্টার কমতি রাখছে না বার্সা। তারা ইতোমধ্যেই ফিফা বর্ষসেরা ফুটবলারকে নতুন চুক্তির প্রস্তাব দিয়েছে। কিন্তু তাতে এখনও সায় দেননি এমএলটেন। এই সুযোগটি নিতে চাইছে পেট্রো ডলারের ঝনঝনানিতে অভিজাত্য পাওয়া পিএসজি। ফ্রান্স সেরা দলটির ফুটবল ডিরেক্টর প্যাট্রিক ক্লুইভার্ট মেসির বাবা ও তার এজেন্ট জর্জ মেসির সঙ্গে আলোচনায় বসতে মরিয়া হয়ে উঠেছে বলে খবর বেরিয়েছে। অবশ্য বার্সিলোনার অফিসিয়ালদের আশাবাদ- ক্যারিয়ারের বাকি সময়টাও ন্যুক্যাম্পেই কাটিয়ে দেবেন মেসি।
×