ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নারীর উন্নয়নে বৈশ্বিক তহবিল গঠন করতে হবে ॥ প্রতিমন্ত্রী

প্রকাশিত: ০৪:২৮, ৩০ নভেম্বর ২০১৬

নারীর উন্নয়নে বৈশ্বিক তহবিল গঠন করতে হবে ॥ প্রতিমন্ত্রী

মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে নারী ও যুবকদের প্রতি বিশেষ গুরুত্ব দিতে হবে। নারী বৈশ্বিক জনসংখ্যার অর্ধেক, তাই নারীকে বাদ দিয়ে টেকসই উন্নয়ন সম্ভব নয়। নারীর উন্নয়নে বৈশ্বিক তহবিল গঠনের প্রতি তিনি গুরুত্বারোপ করেন। তিনি কেনিয়ার রাজধানী নাইরোবিতে মঙ্গলবার গ্লোবাল পার্টনারশিপ ফর ইফেক্টিভ ডেভেলপমেন্ট কোঅপারেশনের (জিপিইডিসি) দ্বিতীয় সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে এ কথা বলেন। জিপিইডিসি ও কেনিয়া সরকারের যৌথ উদ্যোগে আয়োজিত সম্মেলনের প্রথম দিনে আন্তর্জাতিক যুব ও নারী ফোরাম অনুষ্ঠিত হয়। ফোরামে বাংলাদেশের মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি আমন্ত্রিত অতিথি হিসেবে উদ্বোধনী বক্তব্য রাখেন। সম্মেলনে সভাপতিত্ব করেন কেনিয়ার নারী বিষযক মন্ত্রী সিসিলি কারুকি। সম্মেলন ১ ডিসেম্বর পর্যন্ত চলবে। মেহের আফরোজ চুমকি বলেন, যুবকরা আগামী দিনের নেতা এবং বৈশ্বিক উন্নয়ন অভীষ্ট অর্জনে যুবকরা চ্যাম্পিয়নের ভূমিকা পালন করতে পারে। তিনি নারী ও যুব উন্নয়নে বাংলাদেশের উল্লেখযোগ্য অবদানের কথা তুলে ধরেন। তিনি বলেন, সাংবিধানিকভাবে বাংলাদেশের নারী সমঅধিকার ও সমমর্যাদার অধিকারী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বাংলাদেশ নারীর অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতায়নে একটি মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে। সম্মেলনে অংশগ্রহণকারী বাংলাদেশের অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, প্রাক্তন আইন ও সংসদবিষয়কমন্ত্রী আব্দুল মতিন খসরু এমপি, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন, পরিকল্পনা কমিশনের সদস্য ড. শামসুল আলম, কেনিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ হুমায়ুন কবির, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব মনোয়ার আহমেদ, মহিলাবিষয়ক অধিদফতরের মহাপরিচালক মিজ সাহিন আহমেদ চৌধুরী। -বিজ্ঞপ্তি
×