ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৪:২৬, ৩০ নভেম্বর ২০১৬

টুকরো খবর

হয়রানিরোধে ব্যবসায়ীদের বিক্ষোভ স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ ভ্রাম্যমাণ আদালতের নামে প্রশাসন কর্তৃক ব্যবসায়ীদের হয়রানি, জরিমানা ও অন্যায় অবিচারের প্রতিবাদে মঙ্গলবার দুপুরে ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ রেখে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনের সড়কে প্রসাধনী সামগ্রী মালিক সমিতির আয়োজনে দুপুর ১২টা থেকে একটা পর্যন্ত মানববন্ধন চলাকালীন অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ আব্দুল কাদের খান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- সংগঠনের সহসভাপতি সেলিম মিয়া, সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া প্রমুখ। বক্তারা বলেন, সময়ে-অসময়ে প্রশাসনের কর্মকর্তারা বিভিন্ন অজুহাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে তাদের বিভিন্ন ধরনের হয়রানি ও জরিমানার নামে অর্থ হাতিয়ে নিচ্ছেন। হাসপাতালে রোগীর মৃত্যু ॥ ফার্মাসিস্ট লাঞ্ছিত স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় ঈশ্বরদী হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে অভিভাবকদের পক্ষ থেকে হাসপাতাল স্টাফদের মারপিট ও লাঞ্ছিত করা হয়েছে। হাসপাতালসূত্র জানায়, গোকুলনগর গ্রামের হার্টের রোগী আব্দুর রাজ্জাক (৫৫) কয়েক দিন থেকে গ্যাসে আক্রান্ত হয়ে চিকিৎসা গ্রহণ অব্যাহত রাখেন। এ অবস্থায় মঙ্গলবার অসুস্থ হয়ে পড়েন। পরিবারের সদস্যরা বেলা সাড়ে ১১টায় রাজ্জাককে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে ভর্তি হওয়ার আগেই অভিভাবকদের পক্ষ থেকে অনুরোধ করে ফর্মাসিস্ট জুয়েলকে দিয়ে গ্যাসের ইনজেকন দিতে বাধ্য করা হয়। ইনজেকশন দেয়ার কিছুক্ষণ পর রাজ্জাকের মৃত্যু হলে পরিবারের কয়েক সদস্য ও কয়েকজন যুবক উত্তেজিত হয়ে ফার্মাসিস্ট জুয়েলকে মারপিট ও অন্যান্য স্টাফদের লাঞ্ছিত করে। হত্যার দায়ে চারজনের যাবজ্জীবন নিজস্ব সংবাদদাতা, বরগুনা, ২৯ নবেম্বর ॥ হত্যা মামলার রায়ে মঙ্গলবার বেলা ১১টার দিকে নুরুল ইসলাম, সিদ্দিকুর রহমান, জাহানারা বেগম ও জাবেদ আলী নামে চার জনের যাবজ্জীবন কারাদ-সহ এক লাখ টাকা জরিমানা করেছে বরগুনা অতিরিক্ত জেলা দায়রা জজ আদালতের বিচারক মুহাং আবু তাহের। জানা গেছে, পাথরঘাটা উপজেলার গোলবুনিয়া গ্রামের মুক্তিযোদ্ধা আবদুল মালেক লস্করের ছেলে মিজানকে ২০০৫ সালের ৯ সেপ্টেম্বর রাতে আসামিরা মাছ ধরার কথা বলে ডেকে নিয়ে হত্যা করে। এ ঘটনায় তার বোন মুন্নি বেগম বাদী হয়ে মামলা দায়ের করেন। ২৪ সাক্ষীর মধ্যো ২১ জনের সাক্ষ্য গ্রহণ শেষে ৩০২ ধারায় এ রায় প্রদান করা হয়। ১০ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ২৯ নবেম্ববর ॥ সদর উপজেলার অলোকদিয়া বাজারে মঙ্গলবার ভোরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকা-ে ১০ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত হয়েছে। এতে অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেছেন। মাগুরা ফায়ার ব্রিগেডের স্টেশন অফিসার মনিরুজ্জামান জানান, ভোরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আলোকদিয়া বাজারে অগ্নিকা-ের ঘটনা ঘটে। আগুনে ধান, চালের গোডাউনসহ বিভিন্ন ধরনের ১০টি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত হয়। খবর পেয়ে মাগুরা দমকল বাহিনীর সদস্যরা সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। কুষ্টিয়ায় ইটভাঁটি মালিককে জরিমানা নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ২৯ নবেম্বর ॥ অবৈধ একটি ইটভাঁটিতে অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কে কুমারখালী উপজেলার মেসার্স গড়াই ব্রিকসে ইউএনও’র নেত্বত্বে এ অভিযান চালানো হয়। এ সময় অনুমোদনহীন ভাঁটিতে ইট পোড়ানো ও কাঠ পোড়ানোর দায়ে মেসার্স গড়াই ব্রিকসের মালিক সোহাগ হোসেনের কাছ থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়। কুষ্টিয়া পরিবেশ অধিদফতরের সিনিয়র কেমিস্ট মিজানুর রহমান, পরিদর্শক আব্দুল গফুরসহ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। ইবিতে চীনা ভাষা প্রশিক্ষণের উদ্যোগ ইবি সংবাদদাতা ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের জন্য চীনা ভাষা প্রশিক্ষণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইবির ইনস্টিটিউট অব ইসলামিক রিচার্স এ্যান্ড এডুকেশন (আইআইইআর) এর মাধ্যমে চীনের কনফুসিয়াস ইনস্টিটিউটের প্রশিক্ষণ প্রদান করবে। জানা যায়, মঙ্গলবার বেলা ১১টায় প্রশাসন ভবনের কনফারেন্স রুমে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। আইআইইআর পরিচালক অধ্যাপক ড. মেহের আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিসি অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের চাইনিজ পরিচালক ড. ঝাউ মিংডং এবং কনফুসিয়াস ইনস্টিটিউটের প্রক্তন দোভাষী আহমেদ মুগনী। তিন অস্ত্র বিক্রেতা গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা ২৯ নবেম্বর ॥ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ২ রাউন্ড গুলি ভর্তি একটি বিদেশী পিস্তলসহ ৩ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পুলিশ জানায়, মঙ্গলবার ভোর রাতে ডিবির একটি বিশেষ টিম অভিযানকালে সদর উপজেলার খেতাসার-বিশ্বরোডগামী সড়কের রাস্তার মাথা থেকে একটি বিদেশী পিস্তলসহ ৩ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হচ্ছে, সদর উপজেলার চম্পকনগর গ্রামের ইউসুফ জামান নীরব, একই গ্রামের ইশতিয়াক আহম্মেদ ওরফে ফয়সাল এবং জেলার বরুড়া উপজেলার আড্ডা গ্রামের বাবুল চন্দ্র সরকারের পুত্র হৃদয় চন্দ্র সরকার ওরফে তুষার। হিলি সীমান্তে হুন্ডির ১৬ লাখ টাকাসহ আটক ২ স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ হিলি (হাকিমপুর) সীমান্ত এলাকা থেকে হুন্ডির ১৬ লাখ টাকাসহ দুইজনকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার সকাল ৮টায় হিলি-বিরামপুর সড়কের বড়চড়া বিজিবি চেকপোস্ট থেকে টাকাসহ ঐ ২ ব্যক্তিকে আটক করা হয়। বিজিবি জানান, হিলি-বিরামপুর সড়কের বড়চড়া বিজিবি চেকপোস্ট এলাকায় উৎ পেতে থাকে। এ সময় দুইজন ব্যক্তি হিরো হোন্ডা মোটরসাইকেল নিয়ে কাছাকাছি এলে বিজিবি সদস্যরা তাদের গতিরোধ করে। তাদের হেফাজতে থাকা হুন্ডির ১৫ লাখ ৮০ হাজার ৩২০ টাকা ও মটরসাইকেলটি জব্দ করা হয়। আটককৃতরা জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার ভুইডোবা গ্রামের আবু তালেব মিতুন ও একই উপজেলার দইবদখন নন্দনপুর গ্রামের আইনুল ইসলাম। বাল্যবিয়ে বন্ধ করলেন ইউএনও স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ লৌহজংয়ে বাল্যবিয়ে বন্ধ করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ খালেকুজ্জামান। মঙ্গলবার উপজেলার কনকসার ইউনিয়নের মশদগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। কনকসার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, মঙ্গলবার মশদগাঁও গ্রামের চান মিয়া মেয়ে সাদিয়া আক্তারের (১৫) বিয়ের কাবিনের দিন ধার্য ছিল। সেমতে মেয়ের বাড়িতে সব প্রস্তুতি নেয়া হয়েছিল। কিন্তু বিষয়টি জানতে পেরে তা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানাই। উপজেলা কর্মকর্তা মোহাম্মদ খালেকুজ্জামানের হস্তক্ষেপে এ বাল্য বিয়ে বন্ধ করা হয়। ভেজাল সার কারখানার সন্ধান স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ জয় এগ্রো কেমিক্যাল লিমিটেড নামের নীলফামারীতে ভেজাল সারের কারখানা আবিষ্কার করেছে পুলিশ। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় সদর উপজেলা কৃষি কর্মকর্তার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশ জানায় মঙ্গলবার বেলা ১২টার দিকে জেলা শহরের গাছবাড়ি এলাকা থেকে ডোমার যাওয়ার পথে প্রায় দুই টন ভেজাল সারসহ একটি পিকআপ আটক করা হয়। চালকের স্বীকারোক্তি অনুযায়ী দুপুর দুইটার দিকে সহকারী কমিশনার (ভূমি) ফখরুল হাসানের নেতৃত্বে জেলা সদরের কুন্দুপুকুর ইউনিয়নের পাটকামুরী গ্রামে অভিযান চালিয়ে ওই ভেজাল সারের কারখানা আবিষ্কার করা হয়। সদর উপজেলা কৃষি কর্মকর্তা কেরামত আলী বলেন, ওই সারকারখানাটি বৈধ না। সেখানে তারা ডলোচুন, বালি, মাটি ও সিমেন্টের গুঁড়া দিয়ে বিভিন্ন ধরনের ভেজাল সার তৈরি করে বিভিন্ন ব্র্যান্ডের প্যাকেটে ভরে বাজারে বিক্রি করছে। এর আগেও চলতি বছরের ১৪ আগস্ট সারকারখানায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩০ হাজার টাকা জরিমানা করে সার কারখানাটি বন্ধ করে দেয়া হয়েছিল। সে সময় এর মালিকানা ছিল জীবন সরকার নামের এক ব্যক্তির। এখন মালিকা পরিবর্তন ঘটিয়ে একইভাবে তারা ভেজাল সারের ব্যবসা চালাচ্ছে। এ বিষয়ে গ্রেফতারকৃত উক্ত সার কারখানার মালিক মিলন মিয়া বলেন, আমি নীলফামারী এলাকার কয়েকটি ভেজাল সার কারখানার সন্ধান দিয়ে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সদর উপজেলা কৃষি কর্মকর্তা কেরামত আলীর কাছে অভিযোগ করেছিলাম। কিন্তু কৃষি কর্মকর্তা তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করেনি। কেরানীগঞ্জে নির্মাণ হবে হাইটেক আইসিটি পার্ক নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ২৯ নবেম্বর ॥ সারাদেশে প্রাথমিক পর্যায়ে ১২টি হাইটেক পার্কের মধ্যে একটি ঢাকার কেরানীগঞ্জে স্থাপিত হবে। সম্ভাব্য জায়গা র্নিধারন করা হয়েছে কোন্ডা ইউনিয়নের মোল্লার হাটে ধলেশ্বরীর নদীর পাশে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে জমি পরিদর্শন করতে আসেন বিদ্যুত, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এমপি। এদিকে দুপুর ১২টায় জিনজিরা আমিরাবাগের একটি কমিউনিটি সেন্টারে হাইটেক আইসিটি পার্কের বিভিন্ন দিক তুলে ধরে সেমিনারের আয়োজন করা হয়। কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম ফখরুজ্জামানের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) হোসনে আরা বেগম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, হাইটেক পার্ক কর্তৃপক্ষের পরিচালক (যুগ্ম সচিব) হাসানুল ইসলাম, আগানগর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর শাহ খুশি, জিনজিরা ইউপি চেয়ারম্যান সাকুর হোসেন সাকু প্রমুখ। তিন বাড়িতে ডাকাতি নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ২৯ নবেম্বর ॥ সদরপুরে উপজেলার চরনাসিরপুর ইউনিয়নের ইব্রাহীম মুন্সী কান্দি গ্রামে ইউপি সদস্য আব্দুল জব্বারসহ তিন বাড়িতে ডাকাতি হয়েছে। সোমবার রাত দুইটার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, সোমবার গভীর রাতে মুখোশধারী ১০-১২ জনের একটি ডাকাতদল প্রথমে ওই গ্রামের সোনা মিয়া ফকির ও চাঁনমিয়া ফকিরের বাড়িতে হানা দেয়। সেখান থেকে ডাকাতদল চরনাসিরপুর ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল জব্বার হাওলাদার বাড়িতে দরজা ভেঙ্গে ঢোকে। ডাকাতরা ইউপি সদস্য ও তাঁর স্ত্রী সুমা আক্তারের হাত-পা বেঁধে ডাকাতি শুরু করে। ডাকাতিকালে দেড়ভরি সোনা, ত্রিশ হাজার টাকা, দুটি মোবাইলফোনসহ প্রায় দুই লাখ টাকার মালামাল নিয়ে যায়। পাঁচ মন্দিরের প্রতিমা ভাংচুর নিজস্ব সংবাদদাতা, রাজবাড়ী, ২৯ নবেম্বর ॥ গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের চরকাচরোন্দ গ্রামে সোমবার রাতে দুর্বৃত্তরা পাঁচটি প্রতিমা ভাংচুর করেছে। মঙ্গলবার সকালে পুলিশ সুপার সালমা বেগম ঘটনাস্থল পরিদর্শন করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়েছেন। তদন্ত কমিটির সদস্যরা হলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, সহকারী পুলিশ সুপার সার্কেল মোঃ আসাদুজ্জামান এবং গোয়ালন্দ ঘাট থানার ওসি মীর্জা আবুল কালাম আজাদ। যাদের বাড়ির প্রতিমা ভাংচুর হয়েছে তারা হচ্ছে পার্থবরণ দাস, পলান কর্মকার, রতন কর্মকার,সমর শীল ও মন্টুলাল শীল।
×