ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

১৬ গ্রামে বিদ্যুত সংযোগ

প্রকাশিত: ০৪:২৩, ৩০ নভেম্বর ২০১৬

১৬ গ্রামে বিদ্যুত সংযোগ

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ২৯ নবেম্বর ॥ সাঘাটা উপজেলার ১৬টি গ্রামে পল্লী বিদ্যুতের আওতায় মঙ্গলবার নতুন সংযোগ দেয়া হয়েছে। এ উপলক্ষে কচুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ ফজলে রাব্বি মিয়া। পল্লী বিদ্যুত সমিতির সভাপতি আব্দুল আজিজ ম-লের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পল্লী বিদ্যুতের জিএম মোঃ ওয়াহেদুল ইসলাম, ডিজিএম আবুল হাসান, সাঘাটা উপজেলার ভারপ্রাপ্ত আওয়ামী লীগ সভাপতি নাজমুল হুদা দুদু, রফিকুল ইসলাম, নাসিরুল আলম স্বপন প্রমুখ। পরে প্রধান অতিথি ডেপুটি স্পীকার ৩০৫টি নতুন লাইনের সংযোগ প্রদান করেন। বাল্যবিয়ে প্রতিরোধে সেমিনার নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর, নেত্রকোনা, ২৯ নবেম্বর ॥ দুর্গাপুরে বেসরকারী উন্নয়ন সংস্থা কারিতাস ময়মনসিংহ অঞ্চলের আলোঘর প্রকল্প কর্তৃক আয়োজিত দুর্গাপুরে ‘বাল্যবিবাহ প্রতিরোধে আমাদের করণীয় শীর্ষক সেমিনার’ অনুষ্ঠিত হয় উপজেলার কুল্লাগড়া ইউনিয়ন পরিষদ হলরুমে। মঙ্গলবার দিনব্যাপী অনুষ্ঠিত সেমিনারে মূল বিষয়ের ওপরে প্রবন্ধ উপস্থাপনা করেন সোসাইটি ফর আন্ডার প্রিভিলেজড্ ফ্যামিলিজ ( সাফ ) এর এরিয়া কোঅর্ডিনেটর ও সাংবাদিক নিতাই সাহা। আলোঘর প্রকল্পের এরিয়া কোঅর্ডিনেটর বেনেডিক্ট মাংসাংয়ের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রফিকুল ইসলাম।
×