ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিশ্ববিদ্যালয়ে জ্ঞান সৃষ্টি ও চর্চা করতে হবে ॥ শিক্ষামন্ত্রী

প্রকাশিত: ০৪:২২, ৩০ নভেম্বর ২০১৬

বিশ্ববিদ্যালয়ে জ্ঞান সৃষ্টি ও চর্চা করতে হবে ॥ শিক্ষামন্ত্রী

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি বলেছেন, দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে বিশ্ববিদ্যালয়ে নতুন নতুন জ্ঞান সৃষ্টি ও চর্চা করতে হবে। বিশ্ববিদ্যালয় হবে জ্ঞান চর্চা, জ্ঞান সৃষ্টি ও গবেষণার স্থান। এ জ্ঞানই জাতিকে এগিয়ে নিয়ে যাবে। নতুন প্রজন্মকে আধুনিক বাংলাদেশের নির্মাতা হিসেবে গড়ে তুলতে হবে। এজন্য তিনি শিক্ষকদের আরও দায়িত্ববান ও নিবেদিতপ্রাণ হওয়ার আহ্বান জানান। তিনি মঙ্গলবার দুপুরে খুলনা বিশ্ববিদ্যালয় দিবস ও শিক্ষামেলা উপলক্ষে ক্যাম্পাসে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী খুলনা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণার অগ্রগতি ও সুষ্ঠু পরিবেশের প্রশংসা করে বলেন, প্রতিষ্ঠার ২৫ বছরে এ অর্জন নিঃসন্দেহে উৎসাহব্যঞ্জক এবং সামনে এগিয়ে যাওয়ার পথে সুদৃঢ় ভিত্তি রচনা করেছে। তিনি বিশ্ববিদ্যালয়ের সাফল্য কামনা করে বলেন, জাতিকে দ্রুত অগ্রগতির পথে ধাবিত করতে বিশ্বমানের শিক্ষা গবেষণা প্রয়োজন। এক্ষেত্রে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। তিনি তার বক্তব্যে সরকারের শিক্ষানীতিসহ বিভিন্ন ক্ষেত্রে অর্জিত সাফল্য ও ভিশন-২০২১ এবং ২০৪১ সালে উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে সরকারের নানা পরিকল্পনার কথা তুলে ধরেন। খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ট্রেজারার খান আতিয়ার রহমান। স্বাগত বক্তব্য রাখেন রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) খান আলিয়ার রহমান এবং ধন্যবাদ জ্ঞাপন করেন বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন কমিটির সভাপতি জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. নাজমুল আহসান। প্রকৌশলী মাহফুজ বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক বিসিএস (টেলিকম) ক্যাডারের সাবেক সদস্য প্রকৌশলী মাহফুজ উদ্দিন আহমদকে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ প্রদান করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে বিসিএস (টেলিকম) সমিটির সভাপতি প্রকৌশলী মোহাম্মদ এ তালেব এবং সাধারণ সম্পাদক প্রকৌশলী হাম্মদ মুজিব ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। -বিজ্ঞপ্তি
×