ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাজশাহীর সরকারী স্কুলে ভর্তিযুদ্ধ

বৈষম্যের শিকার কন্যাশিশু

প্রকাশিত: ০৪:২০, ৩০ নভেম্বর ২০১৬

বৈষম্যের শিকার কন্যাশিশু

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী নগরীর সরকারী স্কুলসমূহে ভর্তিপরীক্ষা নিয়ে এবারও টেনশনে রয়েছেন অভিভাবকরা। সীমিত আসন সংখ্যার কারণে ব্যাপক প্রস্তুতি নিয়েও অনেকে ভর্তি হতে পারবে না- এ নিয়ে দুশ্চিন্তার মাত্রা বাড়ছে। জানা গেছে, এবারও ভর্তির ক্ষেত্রে রাজশাহী নগরীর সরকারী স্কুলগুলোয় কন্যাশিশুরা বৈষম্যের শিকার হবে। এরই মধ্যে রাজশাহীতে ছয়টি সরকারী স্কুলে ভর্তির জন্যও প্রস্তুতি চলছে। আগামী ১৮ ডিসেম্বর ভর্তি পরীক্ষার সিডিউল ঘোষণা করা হয়েছে। জানা গেছে, রাজশাহী নগরীতে ছেলেদের জন্য সরকারী স্কুল রয়েছে চারটি। মেয়েদের জন্য রয়েছে দুটি । স্কুল সংখ্যার দিক দিয়ে মেয়েরা যেমন বৈষম্যে রয়েছে, তেমন রয়েছে আসন সংখ্যার দিক দিয়েও। অভিভাবকরা জানান, এমনিতে ভর্তিযুদ্ধে তুমুল প্রতিযোগিতা। এর মধ্যে আছে বৈষম্য। কন্যাশিশুদের একটি মাত্র স্কুলে তৃতীয় শ্রেণীতে রয়েছে ভর্তির সুযোগ। তাও আসন সীমিত। কন্যাশিশুদের এই বৈষম্য কমাতে সরকারী পিএন গার্লস স্কুল ছাড়াও রাজশাহী সরকারী (হেলেনাবাদ) বালিকা বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীতে ভর্তির সুযোগ প্রয়োজন বলে মনে করেন অভিভাবকরা। জানা গেছে, রাজশাহীতে তৃতীয় শ্রেণীতে ছেলেদের জন্য আসন রয়েছে ৪৪০টি। এর মধ্যে কলেজিয়েট স্কুলে রয়েছে ২০০টি আসন। ল্যবরেটরি স্কুলে রয়েছে ১০০টি আসন। সিরোইল স্কুলে রয়েছে ১৩০ আসন। মাদ্রাসা হাই স্কুলে রয়েছে ১০টি আসন। অপরদিকে কন্যশিশুদের জন্য পিএন গার্লস হাই স্কুলে রয়েছে ১৮০টি আসন। এখানে সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীর কোন আসন নেই। এক্ষেত্রে নগরীর মাত্র ১৮০ জন শিশুকন্যা ভর্তির সুযোগ পাবে। স্থানীয় অভিভাবক ও কলেজ শিক্ষক মনোয়ার হোসেন জানান, একজন ছেলে শিক্ষার্থী মোট ৫০ নম্বরের পরীক্ষায় ৪৩ বা ৪৪ পেলে সে সরকারী স্কুলে ভর্তির সুযোগ পাবে। কারণ তাদের জন্য রয়েছে ৪৩০টি আসন। অথচ কন্যাশিশুদের জন্য আসন মাত্র ১৮০টি থাকার কারণে ৫০ নম্বরের মধ্যে ন্যূনতম ৪৮ নম্বর পেলেও তুমুল প্রতিযোগিতা হবে। অপর শিক্ষক স্কুল শিক্ষক মামুনুর রহমান বলেন, রাজশাহীতে মেয়েদের স্কুলগুলোর মধ্যে হেলেনাবাদ বালিকা বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীতে ভর্তির সুযোগ দেয়া প্রয়োজন। এছাড়া পিএন গার্লস হাই স্কুলের মতো হেলেনাবাদ বালিকা বিদ্যালয়ে ডাবল সিফট চালু করা প্রয়োজন। এছাড়া এবার রাজশাহী নগরীর সরকারী স্কুলসুমহে ৯ম শ্রেণীতে ভর্তির সুযোগ পাবে মাত্র ৫০ জন। এর মধ্যে পিএন সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে আসন রয়েছে ২০টি আর হেলেনাবাদ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে আসন রয়েছে মাত্র ৩০টি। এছাড়া ছেলেদের জন্য ষষ্ঠ শ্রেণীতে আসন রয়েছে ১৩৫ এবং ৯৬ জন। অথচ রাজশাহী নগরীতে বিভিন্ন শ্রেণীতে ভর্তির জন্য অপেক্ষায় রয়েছে অন্তত ১০ হাজারের বেশি শিক্ষার্থী। রাজশাহীর সরকারী স্কুলের ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব এবং হেলনাবাদ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৌহিদ আরা বলেন, হেলেনাবাদ বালিকা বিদ্যালয়ে তৃতীয় শ্রেণী থেকে ভর্তির ব্যাপারে সরকার সিদ্ধান্ত নিলে তারা সে ব্যাপারে উদ্যোগ নেবেন। তবে তার স্কুলের জন্য আরও শিক্ষক নিয়োগ দিতে হবে। ১৯৯০ সালের দিকে এই স্কুলে একটি বেসরকারী প্রাথমিক বিদ্যালয় ছিল। পরে এটি বাইরে চলে যায়। তবে এই স্কুলে ষষ্ঠ শ্রেণী থেকে সরকারীভাবে পরিচালিত হচ্ছে।
×