ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাউফলে ধানের দরপতন ॥ বিপাকে কৃষক

প্রকাশিত: ০৪:১৯, ৩০ নভেম্বর ২০১৬

বাউফলে ধানের দরপতন ॥ বিপাকে কৃষক

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ২৯ নবেম্বর ॥ বাউফলে আমন ধানের দরপতন হয়েছে। হঠাৎ করে এ দরপতন হওয়ায় কৃষকরা বিপাকে পড়েছেন। অভিযোগ রয়েছে, স্থানীয় আড়তদাররা একটি সিন্ডিকিট তৈরি করে ইচ্ছামতো ধানের দাম চাপিয়ে দিচ্ছে। চন্দ্রদ্বীপ ইউনিয়নের চরমিয়াজান গ্রামের বর্গাচাষী জাহাঙ্গীর মাতব্বর বলেন, সোমবার কালাইয়া বন্দরে ২শ’ মন ধান বিক্রির জন্য নিয়ে আসি। এরপর শুনি ধানের দাম মণপ্রতি ৭শ’ টাকা। অথচ এর এক সপ্তাহ আগে কালাইয়া বন্দরে প্রতিমণ ধান বিক্রি হয়েছে সাড়ে ৮শ’ টাকায়। এক সপ্তাহের ব্যবধানে মনপ্রতি দেড় শ’ টাকা দরপতন হয়েছে। তিনি আরও বলেন, স্থানীয় আড়তদাররা সমিতির মাধ্যমে সিন্ডিকেট করে ইচ্ছামতো দাম চাপিয়ে দেন। তাই অভাবী কৃষকরা বাধ্য হয়ে আড়তদারদের নির্ধারিত মূল্যেই ধান বিক্রি করতে বাধ্য হচ্ছেন। চন্দ্রদ্বীপ ইউনিয়নের অপর দুই কৃষক মিরাজ হাসেন ও আবু ফরাজীর অভিযোগ, স্থানীয় আড়তদাররা দেশের বিভিন্ন এলাকা থেকে আসা ব্যাপারীদের সরাসরি কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করতে না দিয়ে আড়তদাররা সিন্ডিকেটের মাধ্যমে নিজেরা ক্রয় করে ওই ব্যাপারীদের কাছে বেশি লাভে বিক্রি করেন। কৃষকদের দাবি, বাজারে আড়তদার সিন্ডিকেট ভেঙ্গে দিয়ে সঠিক মূল্য নির্ধারণ করে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করার। অবশ্য যে কোন ধরনের সিন্ডিকেটের অভিযোগ অস্বীকার করে আড়তদার সমিতির সাবেক সভাপতি সহিদুল ইসলাম সাহিন বলেন, চালের দাম কমে যাওয়ায় ধানের দাম কমেছে। তাছাড়া আমার সরাসরি কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করি না। কুষ্টিয়ায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা করাগারে নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ২৯ নবেম্বর ॥ ২০টি ভুয়া প্রকল্প দেখিয়ে ৩৩ লাখ টাকার সরকারী চাল আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় কুষ্টিয়া সদর উপজেলা সাবেক প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) তপন কুমার ঘোষকে কারাগারে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে তিনি জামিন প্রার্থনা করলে বিচারক তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তপন কুমার ঘোষ বর্তমানে পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলায় কর্মরত রয়েছেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পিপি এ্যাডভোকেট আমিরুল ইসলাম জানান, সদর উপজেলার সাবেক প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তপন কুমার ঘোষ ২০টি ভুয়া প্রকল্প দেখিয়ে মোট ৩৩ লাখ ৮০ হাজার ৫শ’ টাকার সরকারী চাল আত্মসাত করেন। তদন্তে অভিযোগের সত্যতা মিললে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। সেই মামলায় মঙ্গলবার তিনি আদালতে আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠানো হয়। প্রতিবাদ গত ২৪ নবেম্বর দৈনিক জনকণ্ঠে ‘পল্লী চিকিৎসকদের বলির পাঁঠা করে কোটি টাকা বাণিজ্য’ শিরোনামে প্রকাশিত খবরের প্রতিবাদ করেছেন এহোপ-যশোরের সমন্বয়কারী আবুল হাসান। প্রকাশিত খবরকে তিনি ভিত্তিহীন বলে দাবি করেছেন।
×