ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

হিসাব বিজ্ঞান প্রথম পত্র

প্রকাশিত: ০৩:৫০, ৩০ নভেম্বর ২০১৬

হিসাব বিজ্ঞান প্রথম পত্র

(পূর্ব প্রকাশের পর) ৪১.পৃথক সত্তার ধারণার সৃষ্টি হয়েছে- র. হিসাব সমীকরণ রর. অ=খ+ঙঊ ররর. দায়সমূহ+মালিকানাস্বত্ব=সম্পত্তিসমূহ নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৪২.জনাব মামুনের পাওনা ৫,৩০০ টাকার পূর্ণ নিষ্পত্তিতে ৫,১০০ টাকা দেয়া হলো। বাট্টা নগদান বইয়ে কীভাবে লিপিবদ্ধ করা হবে? ক) ডেবিট পাশে নগদ কলামে খ) ক্রেডিট পাশে বাট্টা কলামে গ) ডেবিট পাশে বাট্টা কলামে ঘ) ক্রেডিট পাশে ও ডেবিট পাশে বাট্টা কলামে ৪৩.নগদান বই অসম্পূর্ণ রাখা যায় না। এর কারণ কী? ক) এটা অসম্পূর্ণ রাখলে হিসাবে জটিলতা দেখা দেয় খ) নগদান বই অসম্পূর্ণ রাখা আইনত নিষেধ গ) নগদান বইয়ের জেরের সাথে নগদান তহবিল মিলানো হয় ঘ) নগদান বই হিসাবের পাকা বই ৪৪.রেওয়ামিলে একদিকের ভুলের বৈশিষ্ট্য হলো- র. হিসাবে একটি দিকেই ভুল হয়েছে রর. অপর দিকটি অনিশ্চিত হিসাবে দেখানো হবে ররর. ভুলের দিকই সংশোধন করতে হবে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৪৫.স্থায়ী সম্পত্তির অবচয় সম্পত্তির জীবনকালে ১ম বছরের তুলনায় ২য় বছর থেকে কম হয় - র. সরলরৈখিক পদ্ধতিতে রর. ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে ররর. বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতিতে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৪৬.হিসাববিজ্ঞানের যাবতীয় হিসাব কোন ভিত্তিতে সংরক্ষণ করা হয়? ক) নগদ ভিত্তি খ) বকেয়া ভিত্তি গ) মিশ্র ভিত্তি ঘ) আয়-ব্যয় ভিত্তি ৪৭.হিসাবচক্রে রেওয়ামিল প্রস্তুতকরণকে বলা হয় - ক) সংক্ষিপ্তকরণ খ) লিপিবদ্ধকরণ গ) সমন্বয়করণ ঘ) আর্থিক বিবরণী প্রস্তুতকরণ
×