ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

অ ন্য র ক ম

প্রকাশিত: ০৩:৪৫, ৩০ নভেম্বর ২০১৬

অ ন্য র ক ম

কেটিং রিঙ্কে বরফে ৫ হাজার মাছ ৫ হাজার মাছ বরফে জমিয়ে স্কেটিং রিঙ্কের রূপ বদলে ফেলেছিল জাপানের এক বিনোদন পার্ক স্পেস ওয়ার্ল্ড। কিন্তু তীব্র সমালোচনার মুখে শেষ পর্যন্ত বরফ গলিয়ে সব মাছ বের করতে বাধ্য হয়েছে ওই সংস্থাটি। রবিবার থেকে স্কেটিং রিঙ্ক বন্ধ রাখতেও বাধ্য হন কর্তৃপক্ষ। চলতি মাসের ১২ তারিখেই এ অভিনব পরিকল্পনা বাস্তবায়িত করা হয়েছিল। ৫ হাজার সামুদ্রিক মাছ স্কেটিং রিঙ্কে বরফের নিচে তা জমিয়ে রাখা হয়। আর বরফের উপর মরা মাছের সারি দেখতে ভিড় জমায় বহু মানুষ। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠে। -ওয়েবসাইট হুমকির মুখে নিউইয়র্ক ও লন্ডন সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ায় নিউইয়র্ক ও লন্ডনের মতো শহরের বাসিন্দারাও এখন বিপদে পড়তে যাচ্ছেন। যুক্তরাষ্ট্রের ওহাইও স্টেট ইউনিভার্সিটির বিজ্ঞানীরা বলেছেন, তারা উত্তর মেরুর একটি গুরুত্বপূর্ণ হিমবাহ ভেঙে পড়ার চিহ্ন দেখতে পেয়েছেন। খবর বিবিসির। হিমবাহটি ভেঙ্গে পড়লে বিভিন্ন দেশে উপকূলে বিশাল উচ্চতার জলোচ্ছ্বাস দেখা দেবে এবং যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের অনেক বড় বড় শহর পানিতে তলিয়ে যেতে পারে। কম্পিউটারে দাবা দক্ষতা কম্পিউটারের কারণে দাবায় ভাল খেলোয়াড় তৈরি হচ্ছে বলে মনে করেন এক বিশ্লেষক। শীঘ্রই শেষ হতে যাচ্ছে চলতি বছরের ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়নশিপ। এই টুর্নামেন্টের সময় তিনি বলেন, গ্র্যান্ডমাস্টাররা কম্পিউটারের ডাটাবেসে গেম সংরক্ষণ করে রাখেন। এই গেমগুলো নিয়মিত পর্যালোচনা করে তারা তাদের খেলার কৌশল এবং চাল আরও ভাল করার চেষ্টা করেন। -ওয়েবসাইট মাইক্রোসফট সেলফি সেলফি ছাড়া যেন কোন সেলিব্রেশনই সম্পূর্ণ হয় না। স্মার্টফোনের হাত ধরে এই ট্রেন্ড এতটাই আচ্ছন্ন করে রেখেছে সারা পৃথিবীর মানুষকে। সেলফি ক্যামেরা থাকা সত্ত্বেও বেশ কিছু এ্যাপ রয়েছে যা শুধু সেলফি তোলার জন্যই নির্দিষ্ট। আইওএস’এ তেমনই একটি এ্যাপ হলো ‘মাইক্রোসফট সেলফি’। ফ্রন্ট ক্যামেরায় তোলা ছবির স্পষ্টতা বাড়িয়ে দেয় এই এ্যাপ। এই এ্যাপটিই এবার তৈরি করা হলো এ্যানড্রয়েডের জন্য। ছবি তোলার সময় এই এ্যাপটি নিজে নিজেই ঠিক করে নেয় এক্সপোজার, কালার ব্যালেন্স ও লাইট। -এ্যান্ড্রয়েড অথোরিটি
×