ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ট্রাম্পের স্বাস্থ্যমন্ত্রী পদে ওবামাকেয়ারের কঠোর সমালোচক টম প্রাইস

প্রকাশিত: ০৩:৪৩, ৩০ নভেম্বর ২০১৬

ট্রাম্পের স্বাস্থ্যমন্ত্রী পদে ওবামাকেয়ারের কঠোর সমালোচক টম প্রাইস

ওবামাকেয়ারের কঠোর সমালোচক টম প্রাইসকে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে নিয়োগ দিলেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট বারাক ওবামা গৃহীত স্বাস্থ্যনীতিকে ওবামাকেয়ার বলা হয়। ইন্ডিয়ানা রাজ্যের নীতি বিশেষজ্ঞ ও জর্জিয়ার অর্থোপেডিক সার্জন প্রাইসকে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে ট্রাম্প বেছে নিয়েছেন, যেন তিনি ওবামাকেয়ারের পরিবর্তে যুক্তরাষ্ট্রের মানুষের জন্য নতুন একটি স্বাস্থ্যনীতি ঢেলে সাজাতে পারেন, যেমনটি নির্বাচনী প্রচারের সময় ওয়াদা করেছিলেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যনীতি ও ইস্যুরেন্স সংক্রান্ত পর্যবেক্ষণকারী সংস্থা মেডিকেয়ার ও মেডিকেইড সার্ভিসেস সেন্টারের প্রধান হিসেবে ট্রাম্প নাম ঘোষণা করেন সিমা ভারমার। মঙ্গলবার স্বাস্থ্য খাতের এই দুই গুরুত্বপূর্ণ পদে প্রাইস ও ভারমার নাম ঘোষণা করেছেন তিনি। ২০১৭ সালের ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট ওবামার কাছ থেকে ক্ষমতা গ্রহণ করবেন ট্রাম্প। প্রাইস ও ভারমাকে স্বাস্থ্য খাতে ‘স্বপ্নের দল’ হিসেবে বিবেচনা করেছেন তিনি। -ওয়েবসাইট পদত্যাগে রাজি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক জিউন হে জানিয়েছেন, তিনি পদত্যাগে রাজি আছেন, যদি পার্লামেন্ট চায়। তবে পার্লামেন্টকে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কারণ দেখাতে হবে। ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য দীর্ঘদিনের ঘনিষ্ট বন্ধুকে রাজনৈতিক প্রভাব খাটাতে সাহায্য করার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। এ নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করতে প্রস্তুত দেশটির গোয়েন্দারা। এ সময় পার্ক তার পদত্যাগের আগ্রহ জানালেন। খবর বিবিসির। পার্ক বলেছেন, তিনি পার্লামেন্টসহ সব কিছু ছাড়তে আগ্রহী, তার মেয়াদ শেষ হওয়ার আগেই তিনি প্রেসিডেন্টের পদ ছাড়তে রাজি, তবে ক্ষমতার শূন্যতার মধ্যে তিনি পদ ছাড়বেন না। পার্কের বিরুদ্ধে অভিশংসন করা হবে কি না তা নিয়ে শুক্রবার দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টে আলোচনা হবে। বিরোধীরা আহ্বান জানিয়েছেন, এ ধরনের অবস্থায় পৌঁছানোর আগে প্রেসিডেন্টের উচিত সম্মানজনকভাবে ক্ষমতা থেকে সরে দাঁড়ানো। এর আগে দুই বার দুঃখ প্রকাশ করেছেন পার্ক। তাকে নিয়ে রাজনৈতিক সঙ্কট সৃষ্টি হওয়ায় তিনি ‘মর্মাহত’ বলে উল্লেখ করেন। তবে পদত্যাগে অস্বীকৃতি জানান।
×