ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নাসিরনগরে হামলায় গেফতার জাহাঙ্গীর রিমান্ডে

প্রকাশিত: ২৩:৩০, ২৯ নভেম্বর ২০১৬

নাসিরনগরে হামলায় গেফতার জাহাঙ্গীর রিমান্ডে

অনলাইন ডেস্ক ॥ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় হিন্দুদের বাড়িতে হামলা, মন্দির ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার মো. জাহাঙ্গীরকে চারদিন পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। সোমবার রাতে গ্রেফতারের পর মঙ্গলবার তাকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মো. শফিকুল ইসলাম চারদিনের রিমান্ড মঞ্জুর করেন। ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসেন জানান, নাসির নগরে হামলায় জড়িত অভিযোগে সোমবার রাত ১২টার দিকে জেলা শহরের কালাইশ্রী পাড়া থেকে জাহাঙ্গীরকে গ্রেফতার করা হয়। সে ‘আলামিন সাইবার পয়েন্ট’ নামে একটি সাইবার ক্যাফের সত্ত্বাধিকারী। তিনি আরও জানান, গ্রেফতারের পর মঙ্গলবার জাহাঙ্গীরকে আদালতে পাঠিয়ে ১০ দিনের রিমান্ড আবেদন জানানো হয়। শুনানি শেষে আদালত চারদিনের রিমান্ড মঞ্জুর করেন। ফেসবুকে ইসলাম অবমাননার অভিযোগ তুলে ৩০ অক্টোবর দুপুর থেকে বিকাল পর্যন্ত নাসিরনগরে ১৫টি মন্দিরসহ হিন্দুদের শতাধিক বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ওই ঘটনার পাঁচ দিন পর গত ৩ নভেম্বর গভীর রাতে কয়েকটি হিন্দু বাড়িঘরে অগ্নিসংযোগ করা হয়। এছাড়া গত ১৩ নভেম্বর ভোরেও ফের একটি বাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা।
×