ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বিপিএল ক্রিকেট ॥ শাহজাদ এক ম্যাচ নিষিদ্ধ ॥ দুজনকে জরিমানা

প্রকাশিত: ০৯:০৩, ২৯ নভেম্বর ২০১৬

বিপিএল ক্রিকেট ॥ শাহজাদ এক ম্যাচ নিষিদ্ধ ॥ দুজনকে জরিমানা

স্টাফ রিপোর্টার ॥ বিপিএলের ম্যাচে সাব্বির রহমানকে ব্যাটের খোঁচা দেয়ায় এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন রংপুর রাইডার্সের আফগান ক্রিকেটার মোহাম্মদ শাহজাদ। এছাড়া অখেলোয়াড়সুলভ আচরণের কারণে জরিমানা গুনতে হচ্ছে সাব্বির ও রংপুরের অলরাউন্ডার লিয়াম ডসনকে। ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ তিন ক্রিকেটারের শাস্তি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শাহজাদকে এক ম্যাচ নিষিদ্ধ করার পাশাপাশি জরিমানাও করা হয়েছে। সাব্বিরকে ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। অপরদিকে অধিনায়ক হিসেবে বেশি দায়িত্ব থাকার পরও আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করায় লিয়াম ডসনকে ম্যাচ ফি’র ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে। আমরা আম্পায়ারদের রিপোর্ট ও টিভি ফুটেজ দেখে সিদ্ধান্ত নিয়েছি। সবকিছু পরিষ্কার থাকায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। এছাড়া সবাই দোষ স্বীকার করে নিয়েছে। বিপিএলে সোমবারের একমাত্র ম্যাচে মুখোমুখি হয় রাজশাহী কিংস ও রংপুর রাইডার্স। সাব্বির-শাহজাদের ঘটনার সূত্রপাত ম্যাচের শুরুর দিকেই। সাব্বির ব্যাটিংয়ে যাওয়ার পরই হয়ত উইকেটের পেছন থেকে কিছু একটা বলেছিলেন শাহজাদ। জবাব দিতে দেখা যায় সাব্বিরকেও। এক পর্যায়ে ব্যাটিং ক্রিজ ছেড়ে উইকেটের পেছনে শাহজাদের দিকে এগিয়ে যান সাব্বির। মুখোমুখি হয়ে বিতর্কে জড়ান দুজন। দুজনকে আম্পায়ার ছুটে এসেও আলাদা করতে পারছিলেন না। পরে রংপুরের সোহাগ গাজী এসে টেনে নিয়ে যান সাব্বিরকে। শাহজাদকে সরিয়ে নেন সতীর্থরা। এ ঘটনার তদন্ত করেই ম্যাচ রেফারি এসব বিষয়ে সিদ্ধান্ত নেন।
×