ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বীরপ্রতীক রফিকুলের হাত-পা ভেঙ্গে দিয়েছে সন্ত্রাসীরা ॥ গ্রেফতার ১

প্রকাশিত: ০৮:৫৯, ২৯ নভেম্বর ২০১৬

বীরপ্রতীক রফিকুলের হাত-পা ভেঙ্গে দিয়েছে সন্ত্রাসীরা ॥ গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বীরপ্রতীকের হাত-পা ভেঙ্গে দিয়েছে সন্ত্রাসীরা। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার রাতে গজারিয়ার মধ্য ভাটেরচর বাসস্ট্যান্ডের কাছে স’মিল এলাকায় সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও রড দিয়ে পিটিয়ে মারাত্মক জখম করে। পরে তাকে উদ্ধার করে প্রথমে গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তিনি গজারিয়া মাদক বিরোধী যুব সংগঠনের প্রধান উপদেষ্টা। এর আগে সন্ধ্যায় একই সংগঠনের সদস্য রমজানকে (২১) পার্শ্ববর্তী ভাটের চর ব্রিজের কাছে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। তাকে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শহীদুল্লাহ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। রফিকুল ইসলামের ছেলে রবিউল ইসলাম ডালিম জানান, গজারিয়ার ভাটের চর এলাকার মোঃ শহীদুল্লাহর ছেলে সানিকে (২২) প্রায় এক সপ্তাহ আগে ঢাকার যাত্রাবাড়ী থেকে ইয়াবাসহ পুলিশ গ্রেফতার করে। সানিকে গ্রেফতারের জন্য শহীদুল্লাহর লোকজন গজারিয়া মাদকবিরোধী যুব সংগঠনকে দায়ী করে আসছে। তিনি দাবি করেন, এই কারণেই শহীদুল্লাহর নেতৃত্বে মাদক ব্যবসায়ীরা গজারিয়া মাদকবিরোধী সংগঠনের প্রধান উপদেষ্টা ও আরেক সদস্যের ওপর এই হামলা চালায়। রফিকুল ইসলামের একটি হাত ও একটি পা ভেঙ্গে দেয়া হয়েছে এবং রমজানের দুটি আঙ্গুল কেটে ফেলা হয়েছে বলে তিনি জানান। রফিকুল ইসলাম বাস থেকে নেমে ভাটের চরের নিজ বাড়িতে যাওয়ার সময় এই নৃশংস হামলার শিকার হন। হামলার ঘটনায় গাজারিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ ব্যাপারে গজারিয়া থানার ওসি মোঃ হেদায়েতুল ইসলাম সোমবার রাতে জানান, হামলার সঙ্গে জড়িত শহীদুল্লাহকে গ্রেফতার করা হয়েছে। মামলা দায়ের করলে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
×