ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

১৩ মামলায় জামিন পেলেন বিএনপির সোহেল, তবে মুক্তি পাচ্ছেন না

প্রকাশিত: ০৮:৪৮, ২৯ নভেম্বর ২০১৬

১৩ মামলায় জামিন পেলেন বিএনপির সোহেল, তবে মুক্তি পাচ্ছেন না

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর বিভিন্ন থানায় নাশকতার অভিযোগে করা আরও ১৩ মামলায় জামিন পেয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল। সোমবার আপীল বিভাগ ও হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ এ আদেশ প্রদান করেছে। ১৩ মামলায় জামিন পেয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল। সোমবার হাইকোর্টের আলাদা দুই বেঞ্চ তাকে এসব মামলায় ছয় মাস করে অন্তর্বর্তীকালীন জামিন দেয়। তবে সোহেলের বিরুদ্ধে আরও মামলা থাকায় এখনই মুক্তি পাচ্ছেন না বলে জানিয়েছেন তার আইনজীবী মাসুদ রানা। তথ্য জানতে চায় হাইকোর্ট ॥ ফেনী-২ আসনের সরকারদলীয় সংসদ সদস্য নিজাম হাজারীর বিরুদ্ধে অস্ত্র আইনে দায়ের করা মামলার সর্বশেষ তথ্য জানতে চেয়েছে হাইকোর্ট। কারাকর্তৃপক্ষকে আগামী ১ ডিসেম্বরের মধ্যে এই প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এছাড়া একই দিন মামলার পরবর্তী শুনানির জন্য দিন ঠিক করেছে আদালত। নিজাম হাজারী ঠিক কবে কারাগার থেকে মুক্তি পেয়েছেন সে বিষয়ে আদালতের নথিতে দুই রকম তথ্য থাকায় এ আদেশ দিয়েছে হাইকোর্ট। রিভিউ শুনানি ৩ জানুয়ারি ॥ যাবজ্জীবন সাজার রায় পুনর্বিবেচনা চেয়ে ভারতীয় নাগরিক জিবরান তায়েবী হত্যা মামলার আসামি ইয়াছিন রহমান টিটুর রিভিউ পিটিশনের ওপর শুনানি দ্বিতীয় দিনের মতো শেষ হয়েছে। আগামী ৩ জানুয়ারি রিভিউ পিটিশনের ওপর পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করেছে সুপ্রীমকোর্টের আপীল বিভাগ।
×