ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নাসিক নির্বাচন নিয়ে বিএনপি ষড়যন্ত্রে লিপ্ত ॥ হানিফ

প্রকাশিত: ০৮:৪৭, ২৯ নভেম্বর ২০১৬

নাসিক নির্বাচন নিয়ে বিএনপি ষড়যন্ত্রে লিপ্ত ॥ হানিফ

বিশেষ প্রতিনিধি ॥ ষড়যন্ত্রে ব্যর্থ হয়ে বিএনপি আবারও নতুন কৌশল নিয়ে জনগণকে বিভ্রান্ত করছে এমন অভিযোগ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেন, বিএনপি এখন (নাসিক) নির্বাচন নিয়ে একটি অশুভ চক্রান্তে লিপ্ত হয়েছে। নির্বাচন শুরুই হয়নি, এর মধ্যেই নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নেই, প্রশাসন পক্ষপাতিত্ব করছেÑ এমন নানা অভিযোগ করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। আসলেই এই দলটা (বিএনপি) একটা অশুভ শক্তি। নষ্ট রাজনীতির দল। সোমবার আজিমপুরে একটি কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। ঢাকার প্রথম মেয়র প্রয়াত মোহাম্মদ হানিফের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়। বিএনপি গোটা নির্বাচন প্রক্রিয়াকেই প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে দাবি করে হানিফ বলেন, কয়েকদিন আগেই নাসিক নির্বাচনে তাদের (বিএনপি) প্রার্থী ঘোষণার পর সাবেক মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকার একটি টিভি টকশোতে বলেন, নাসিকে নির্বাচন করার মতো পরিবেশ নেই। তাই তিনি নির্বাচনে অংশ নেননি। তখন সঞ্চালক তাকে জিজ্ঞেস করলেন, আপনার দল তো নির্বাচনে অংশ নিল। তাহলে কি আপনার দল ভুল সিদ্ধান্ত নিয়েছে? সঞ্চালকের প্রশ্নের জবাবে তৈমুর আলম বলেন, না, এটা ভুল সিদ্ধান্ত নয়। এটার একটা কৌশল আছে। বিএনপির এই কৌশল প্রসঙ্গে হানিফ আরও বলেন, বিএনপি জানে তাদের ওপর জনগণের কোন আস্থা নেই। জনগণের ভোটে নির্বাচিত হওয়ারও তাদের সুযোগ নেই। তাই তারা নির্বাচনে অংশ নিয়েই নির্বাচন প্রক্রিয়াকে বিতর্কিত করার কৌশল নিয়েছে। খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, বঙ্গবন্ধুর একান্ত সহচর মেয়র হানিফের নেতৃত্ব ছাড়া জনতার মঞ্চ তৈরি করা সম্ভব ছিল না। মেয়র মোহাম্মদ হানিফের পুত্র ও ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন বলেন, আমার বাবা খুবই অল্প বয়সে বঙ্গবন্ধুর সান্নিধ্য লাভ করার সুযোগ পেয়েছিলেন। তিনি মানুষের মুক্তি আন্দোলনের সংগ্রাম করেছেন। আন্দোলন সংগ্রাম করে শেখ হাসিনার নির্দেশে স্বেরাচারী এরশাদ সরকারের পতন ঘটিয়েছেন। মহানগর দক্ষিণে আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদসহ অন্যরা বক্তব্য রাখেন।
×