ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মোদিসহ শীর্ষ ২২ নেতাকে হত্যার চক্রান্ত ॥ ৩ জঙ্গী গ্রেফতার

প্রকাশিত: ০৮:৩৪, ২৯ নভেম্বর ২০১৬

মোদিসহ শীর্ষ ২২ নেতাকে হত্যার চক্রান্ত ॥ ৩ জঙ্গী গ্রেফতার

জনকণ্ঠ ডেস্ক ॥ ভারতের তামিলনাড়ু রাজ্যের মাদুরাইয়ে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিন সন্দেহভাজন আল কায়েদা জঙ্গীকে গ্রেফতার করেছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)। এ সময় তাদের কাছ থেকে বিস্ফোরকও উদ্ধার করা হয়। খবর টাইমস অব ইন্ডিয়ার। পুলিশ জানায়, এই তিন জঙ্গী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ ভারতের শীর্ষ ২২ নেতাকে হত্যার পরিকল্পনা করছিল। এই জঙ্গীরা বিশ্বের বিভিন্ন দেশে ভারতীয় দূতাবাসে হুমকি দিয়ে আসছিল। অভিযানে আটক জঙ্গীরা হলো এম খারিম, আসিফ সুলতান মোহাম্মদ ও আব্বাস আলী। পুুলিশ জানায়, খারিমকে উসমাননগর থেকে, আসিফ সুলতান মোহাম্মদকে জিআরনগর থেকে এবং আব্বাস আলীকে ইসমাইল পুরাম থেকে গ্রেফতার করা হয়।
×