ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তদন্ত প্রতিবেদন তলব করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়

প্রকাশিত: ০৮:৩৩, ২৯ নভেম্বর ২০১৬

তদন্ত প্রতিবেদন তলব করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়

স্টাফ রিপোর্টার ॥ রিড ফার্মার ভেজাল ওষুধের বিষয়ে তদন্ত রিপোর্ট তলব করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। ভেজাল ওষুধ খেয়ে শিশু মৃত্যুর মামলার রায়ে সোমবার রিড ফার্মার ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমানসহ পাঁচজনের খালাস পাওয়ার পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় এই তদন্ত প্রতিবেদন তলব করে। মামলার রায়ে বলা হয়েছে, তদন্ত কর্মকর্তার ভুল প্রতিবেদনের কারণে আসামিরা খালাস পেয়েছেন। এই প্রেক্ষিতে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ওই তদন্ত প্রতিবেদন যারা তৈরি করেছেন তাদের তালিকাসহ তদন্ত প্রতিবেদনটি আজ মঙ্গলবার দুপুর দুইটার মধ্যেই স্বাস্থ্য মন্ত্রণালয়ে জমা দেয়ার জন্য ওষুধ প্রশাসন অধিদফতরকে নির্দেশ দিয়েছেন। রিড ফার্মার ভেজাল ওষুধ বিষয়ে তদন্ত করেন ওষুধ প্রশাসন অধিদফতরের সহকারী পরিচালক শফিকুল ইসলাম।
×