ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রিমিয়ার ফুটবল লীগ

মোহামেডানের কাছে ব্রাদার্সের হার

প্রকাশিত: ০৬:০৭, ২৯ নভেম্বর ২০১৬

মোহামেডানের কাছে ব্রাদার্সের হার

স্পোর্টস রিপোর্টার ॥ প্রথম মোকাবেলায় ২-২ গোলে ড্র হলেও ফিরতি লড়াইয়ে জয়-পরাজয় নিষ্পত্তি হয়েছে। আর সেই দ্বৈরথে জয়ী হয়েছে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। ‘জেবি বাংলাদেশ প্রিমিয়ার লীগ’ ফুটবলে সোমবার অনুষ্ঠিত দ্বিতীয় খেলায় তারা ২-০ গোলে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়ন লিমিটেডকে। খেলার প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিল বিজয়ী দল। নিজেদের সপ্তদশ ম্যাচে এটা রেকর্ড ১২ বারের লীগ চ্যাম্পিয়ন মোহামেডানের তৃতীয় জয়। ১৭ পয়েন্ট নিয়ে তারা আছে আগের দশম স্থানেই। পক্ষান্তরে সমান ম্যাচে এটা দু’বারের লীগ চ্যাম্পিয়ন ব্রাদার্সের পঞ্চম হার। চার ম্যাচ পর জিতল মোহামেডান আর ব্রাদার্স হারল পাঁচ ম্যাচ পর। আক্রমণ পাল্টাআক্রমণের এ খেলায় প্রথম গোলটি পেতে মোহামেডানকে অপেক্ষা করতে হয় প্রথমার্ধের ইনজুরি সময়ে (৪৫+১ মিনিট)। পেনাল্টি থেকে গোল করেন দলের অধিনায়ক ও গিনি ফরোয়ার্ড ইসমাইল বাঙ্গুরা (১-০)। দ্বিতীয়ার্ধে খেলার শুরুর দুই মিনিটের মধ্যেই (৪৭ মিনিটে) ব্যবধান দ্বিগুণ করেন মোহামেডানের আমিনুর রহমান সজীব (২-০)। ব্রাদার্স আপ্রাণ চেষ্টা করেও গোল দুটি শোধ করতে না পারায় পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে সাদা-কালো শিবির। মার্সেল প্রথম বিভাগ দাবা লীগ স্পোর্টস রিপোর্টার ॥ মার্সেল প্রথম বিভাগ দাবা লীগের ষষ্ঠ রাউন্ডের খেলা শেষে একসেস চেস ক্লাব, শেখ রাসেল চেস ক্লাব ৫ খেলায় এবং হাসান মেমোরিয়াল চেস ক্লাব ৬ খেলায় ১০ পয়েন্ট নিয়ে মিলিতভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে। সোমবার জাতীয় ক্রীড়া পরিষদের দাবা কক্ষে অনুষ্ঠিত ষষ্ঠ রাউন্ডের খেলায় একসেস চেস ক্লাব ২.৫-১.৫ পয়েন্টে হাসান মেমোরিয়ালকে এবং শেখ রাসেল চেস ক্লাব ৩-১ পয়েন্টে বসির মেমোরিয়াল চেস ক্লাবকে হারায়। এছাড়া অগ্রণী ব্যাংক দাবা দল ২.৫-১.৫ পয়েন্টে ক্যাসপারভ চেস ক্লাবকে হারায় এবং মীর চেস ক্লাব ২-২ পয়েন্টে মহাখালী প্রদীপ সংঘের সঙ্গে ড্র করে।
×