ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হেরেও শীর্ষে জুভেন্টাস

প্রকাশিত: ০৬:০৬, ২৯ নভেম্বর ২০১৬

হেরেও শীর্ষে জুভেন্টাস

স্পোর্টস রিপোর্টার ॥ হেরেও ইতালিয়ান সিরি এ লীগে শীর্ষস্থান ধরে রেখেছে জুভেন্টাস। রবিবার রাতে এ্যাওয়ে ম্যাচে স্বাগতিক জেনোয়ার কাছে ৩-১ গোলে হেরেছে সবশেষ চার আসরের শিরোপাধারী জুভেন্টাস। এছাড়াও তুরিনের ওল্ডলেডিদের আরও দুর্ভাগ্য ভর করেছে। ম্যাচে পা মচকে গেছে ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানিয়েল আলভেজের। অন্যান্য ম্যাচে রোমা ৩-২ গোলে পেসকারাকে, ল্যাজিও ১-০ গোলে পালের্মোকে, আটালান্টা ২-০ গোলে বোলোগ্নাকে ও ক্যাগলিয়ারি ২-১ গোলে পরাজিত করে উদিনেসকে। হারলেও ১৪টি করে ম্যাচ শেষে ৩৩ পয়েন্ট নিয়ে সবার ওপরে জুভেন্টাস। ২৯ পয়েন্ট নিয়ে দুইয়ে রোমা। সমান পয়েন্ট নিয়ে গোলগড়ে তিনে এসি মিলান। ১৯ পয়েন্ট নিয়ে নয় নম্বরে জেনোয়া। প্রতিপক্ষের মাঠে ঘটনাবহুল ম্যাচের তৃতীয় মিনিটেই পিছিয়ে পড়ে অতিথি জুভেন্টাস। লুকা রিগোনির শট জুভেন্টাস গোলরক্ষক ও অধিনায়ক জিয়ানলুইজ বুফন ফিরিয়ে দেয়ার পর ফিরতি শট গোললাইনে রুখে দেন দানিয়েল আলভেজ। কিন্তু বিপন্মুক্ত করতে পারেননি। গোলমুখে বল পেয়ে জিওভান্নি সিমিওনের নেয়া প্রথম শট বুফন ফের ফিরিয়ে দেন। কিন্তু দ্বিতীয় প্রচেষ্টায় ঠিকই লক্ষ্যভেদ করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড সিমিওনে। শুরুতেই পিছিয়ে পড়ার ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই দ্বিতীয় গোল হজম করে চ্যাম্পিয়নরা। ১৩ মিনিটে মিডফিল্ডার ডার্কো লাজোভিচের ক্রসে হেড করে লক্ষ্যভেদ করেন জেনোয়ার জিওভান্নি। ২৯ মিনিটেই ব্যবধান ৩-০ করে জয় প্রায় নিশ্চিত করে ফেলে জনোয়া। রিগোনির প্রচেষ্টা রুখতে গিয়ে ত্রাজিলিয়ান ডিফেন্ডার আলেক্স সান্ড্রো বল নিজেদের জালেই পাঠিয়ে দেন। বিরতির পর ম্যাচের ৮৪ মিনিটে বসনিয়ার মিডফিল্ডার মিরালেম পিয়ানিচ জুভেন্টাসের হয়ে একমাত্র গোলটি করেন। ম্যাচে আর্জেন্টাইন মিডফিল্ডার লুকাস ওকাম্পোসের কড়া ট্যাকলে শেষ বাঁশি বাজার ১৪ মিনিট আগে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় ব্রাজিলিয়ান তারকা আলভেজকে। নতুন করে পাওয়া এই চোটে ঠিক কতদিন তাকে মাঠের বাইরে থাকতে হবে এখনও নিশ্চিত ভাবে জানা যায়নি। জুভেন্টাস ক্লাবের তরফে জানানো হয়েছে সোমবার রাতে বিশদ পরীক্ষা-নিরীক্ষার পর বিষয়টি সম্পর্কে সংবাদমাধ্যমকে জানানো হবে। এক অফিসিয়াল বিবৃতিতে ক্লাবটি জানায়, ইনজুরির পর আলভেসের প্রথম পরীক্ষায় তার বাম পায়ের ফেবুলায় চোট ধরা পড়েছে। বিষয়টি সোমবার পুনঃপরীক্ষা করা হবে। তাছাড়া লিওনার্ডো বনুচ্চিকেও পর্যবেক্ষণের আওতায় রেখেছি আমরা। তার ঊরুতে চোট লেগেছে। অবশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে আলভেজ ইনজুরির মাত্রা গুরুতর নয় বলে ইঙ্গিত দিয়েছেন। ইন্সটাগ্রামে এ ব্যাপারে তিনি সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। সেখানে ব্রাজিলিয়ান ডিফেন্ডার লখেছেন ‘বন্ধু ও পরিবারকে আশ্বস্ত করে বলতে চাই যে ইনজুরি ততটা গুরুতর নয়। খুব শীঘ্রই আমি ফিরে আসব। আমাকে সহযোগিতা করার জন্য সকলকে ধন্যবাদ। এদিকে আগামী সপ্তাহে আর্জেন্টাইন ফুটবলার পাওলো ডিবালার অনুশীলনে ফেরার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন জুভেন্টাস কোচ মাসিমিলিয়ানো এ্যালেগ্রি। থাইয়ের ইনজুরির কারণে তিনি বিশ্রামে আছেন। এ্যালেগ্রি বলেন, আগামী সপ্তাহেই ডিবালাকে অনুশীলনে পাওয়ার ব্যাপারে আমরা আশাবাদী।
×