ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জাতীয় সাঁতারে নাজমার দুটি রেকর্ডসহ ৪ সোনা

প্রকাশিত: ০৬:০৬, ২৯ নভেম্বর ২০১৬

জাতীয় সাঁতারে নাজমার দুটি রেকর্ডসহ ৪ সোনা

স্পোর্টস রিপোর্টার ॥ জাতীয় সাঁতার প্রতিযোগিতার দ্বিতীয় দিনে সোমবার ১৪টি ইভেন্ট অনুষ্ঠিত হয়। এতে ৬টি নতুন জাতীয় রেকর্ড স্থাপিত হয়। প্রথম রেকর্ডটি করেন বাংলাদেশ সেনাবাহিনীর জুয়েল আহম্মেদ। ৪০০ মিটার ব্যক্তিগত মিডলেতে তিনি ৪ মিনিট ৫২.১৫ সেকেন্ড নিয়ে নতুন রেকর্ড গড়েন। ভেঙ্গে দেন ২০১২ আসরে গড়া নিজেরই ৪ মিনিট ৫৫.২২ সেকেন্ডের রেকর্ডটি। এই ইভেন্টে বাংলাদেশ নৌবাহিনীর পলাশ চৌধুরী দ্বিতীয় (০৪:৫৯.৭১) এবং সেনাবাহিনীর শামীম আল মামুন তৃতীয় (০৫:২১.৩১) হন। মহিলাদের ৪০০ মিটার ব্যক্তিগত মিডলেতে ৫ মিনিট ৪৭.৫৯ সেকেন্ড সময় নিয়ে নতুন জাতীয় রেকর্ড গড়েন সেনাবাহিনীর রোমানা আক্তার। আগের রেকর্ডটির টাইমিং ছিল ৫ মিনিট ৫৫.২০ সেকেন্ড, যা কিনা রোমানাই গড়েছিলেন ২০১৪ আসরে। এই ইভেন্টে সেনাবাহিনীর কুলসুম খাতুন মুন্নী দ্বিতীয় (০৬:৫৩.৫৯) এবং যশোর শিক্ষা বোর্ডের লায়লা আক্তার পুতুল তৃতীয় (০৭:৩৮.১২) হন। মহিলাদের ৪০০ মিটার ফ্রি স্টাইলে নতুন রেকর্ড গড়ে স্বর্ণ জেতেন নৌবাহিনীর নাজমা খাতুন। তিনি সময় নেন ০৫:০৭.১০ সেকেন্ড। আগের রেকর্ডটি ছিল সবুরা খাতুনের। ২০১০ আসরে সবুরার টাইমিং ছিল ০৫.১২.০৩ সেকেন্ড। এই ইভেন্টে দ্বিতীয় ও তৃতীয় হন যথাক্রমে সেনাবাহিনীর শারমিন সুলতানা এবং সবুরা খাতুন। মহিলাদের ৪ গুণিতক ১০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে নৌবাহিনীর নাজমা খাতুন, সোনিয়া আক্তার, মাহফুজা খাতুন ও লিমা আক্তার ৪ মিনিট ২৫.৮৩ সেকেন্ড সময় নিয়ে নতুন রেকর্ড গড়েন। আগের টাইমিং ছিল ৪ মিনিট ৩০.৩২ সেকেন্ড। সেনাবাহিনীর শারমিন, সবুরা খাতুন, নাইমা আক্তার ও রোমানা আক্তার হন দ্বিতীয় (০৪:৩৬.২১)। তৃতীয় হন বিকেএসপির সোনিয়া খাতুন, সুরাইয়া আক্তার, ড থৈ প্রু মার্মা ও খাদিজা আক্তার (০৪:৪১.৫৬)। মহিলাদের ২০০ মিটার ব্যাক স্ট্রোকে সেনাবাহিনীর নাঈমা আক্তার সোনালী ২ মিনিট ৪৪.৮০ সেকেন্ড নিয়ে নতুন রেকর্ড গড়েন। আগের রেকর্ড টাইমিং ছিল ০২:৪৯.১৪। যা গড়েছিলেন সবুরা খাতুন, ২০১০ সালে। দ্বিতীয় হন সেনাবাহিনীর মুসলিমা খাতুন, তৃতীয় হন আনসারের ববিতা খাতুন। এছাড়া মহিলাদের ১০০মিটার ফ্রি স্টাইলে নৌবাহিনীর নাজমা খাতুন ১ মিনিট ০৫.২৮ সেকেন্ড নিয়ে প্রথম হন। আগের রেকর্ড টাইমিং ছিল ০১:০৫.৯১ (সবুরা খাতুন, ২০১০)। নৌবাহিনীর লিমা আক্তার লাকী দ্বিতীয় ও সেনাবাহিনীর শারমিন সুলতানা তৃতীয় হন। এছাড়া পুরুষদের ৪০০ মিটার ফ্রিস্টাইলে সেনাবাহিনীর ফয়সাল আহমেদ ০৪:২৪.০৩ সেকেন্ড নিয়ে প্রথম, নৌবাহিনীর মাহফিজুর রহমান ০৪:২৬.৭৩ সেকেন্ড নিয়ে দ্বিতীয়, একই দলের আশিকুর রহমান ০৪:৪৩.৯১ সেকেন্ড নিয়ে তৃতীয়; পুরুষদের ২০০ মিটার ব্যাক স্ট্রোকে সেনাবাহিনীর জুয়েল আহমেদ ০২:১৮.৯৩ সেকেন্ড নিয়ে প্রথম, নৌবাহিনীর মনিরুল ইসলাম ০২:২৮.৬৮ সেকেন্ড নিয়ে দ্বিতীয়, একই দলের কাওসার আহমেদ ০২:৪৪.২৩ সেকেন্ড নিয়ে তৃতীয়; পুরুষদের ৪ গুণিতক ১০০ মিটার ফ্রি স্টাইল রিলেতে নৌবাহিনীর মাহফিজুর রহমান, আসিফ রেজা, মাহমুদুন্নবী নাহিদ ও অনিক ইসলাম ০৩:৪০.৯৪ সেকেন্ড নিয়ে প্রথম, সেনাবাহিনীর ফয়সাল আহমেদ, কামাল হোসেন, মাসুদ রানা ও আসাদুজ্জামান ০৩:৫৩.৭১ সেকেন্ড নিয়ে দ্বিতীয়, বিকেএসপির আরিফুল ইসলাম, জাহিদুল ইসলাম, জামরুল মিয়া ও টিটু মিয়া ০৪:০৩.৬০ সেকেন্ড নিয়ে তৃতীয় হন। এছাড়া ৫০ মিটার বাটারফ্লাইয়ে মাহমুদুন্নবী নাহিদ (নৌবাহিনী), মহিলাদের ৫০ মিটার বাটারফ্লাইয়ে নাজমা খাতুন (নৌবাহিনী), ৫০ মিটার ব্রেস্ট স্ট্রোকে আরিফুল ইসলাম (বিকেএসপি), ৫০ মিটার ব্রেস্ট স্ট্রোকে মাহফুজা খাতুন শিলা (নৌবাহিনী) প্রথম স্থান অধিকার করেন। দলীয় পদক তালিকায় ১৪ স্বর্ণ, ৯ রৌপ্য ও ৯ তাম্রপদক নিয়ে শীর্ষে আছে নৌবাহিনী। সেনাবাহিনী আছে দ্বিতীয় স্থানে (১০-১৪-৮)। বিকেএসপি আছে তিন নম্বরে (২-৩-৬)। ব্যক্তিগত পদক তালিকায় পুরুষদের মধ্যে সর্বাধিক সোনা জিতেছেন সেনাবাহিনীর জুয়েল আহম্মেদ (৪টি), আর মহিলাদের মধ্যে নৌবাহিনীর নাজমা খাতুন (৪টি)।
×