ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আজও দেখা যাবে গেইল ঝড়?

প্রকাশিত: ০৬:০৪, ২৯ নভেম্বর ২০১৬

আজও দেখা যাবে গেইল ঝড়?

স্পোর্টস রিপোর্টার ॥ শুরুটা কি আগের মতো হবে? বয়স, কন্ডিশন, উইকেট পরিস্থিতি, ভ্রমণ ক্লান্তি এবং দীর্ঘদিন খেলার মধ্যে না থাকা এসব কিছুকে এক্ষেত্রে বাধা হিসেবে দেখেছিলেন ক্রিস গেইল। তবে জানিয়েছিলেন ছক্কার পর ছক্কা হাঁকানোই হবে মূল লক্ষ্য। সেটা চলমান বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল টি২০) প্রথম ম্যাচে কিছুটা করতে পেরেছেন। রবিবার ২৬ বলে ৪০ রানের ইনিংস খেলার পথে ২ চারের সঙ্গে হাঁকিয়েছেন ৪ ছক্কা আর চিটাগাং ভাইকিংসও টানা চতুর্থ জয় তুলে নেয় ৯ উইকেটের বিশাল ব্যবধানে। আজ সন্ধ্যা পৌনে ৬টায় খুলনা টাইটান্সের বিরুদ্ধেও সেই গেইল ঝড়ের আশায় থাকবে দল এবং ক্রিকেটপ্রেমী দর্শকরা। প্রথম সাক্ষাতে ৪ রানের আক্ষেপ ভরা পরাজয়ের প্রতিশোধও তুলে নেয়ার ম্যাচ আজ চিটাগাংয়ের আর আগের ম্যাচে হার দেখার পর ঘুরে দাঁড়াতে চায় মাহমুদুল্লাহ রিয়াদের খুলনা। দিনের প্রথম ম্যাচে দুপুর ১টায় মুখোমুখি হবে গত আসরের চ্যাম্পিয়ন্স কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও বরিশাল বুলস। আট ম্যাচে মাত্র ১ জয় পাওয়া মাশরাফি বিন মর্তুজার দল কুমিল্লা আজ হারলেই বাদ পড়বে শেষ চারে ওঠার লড়াই থেকে। উভয় ম্যাচ মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ওয়েস্ট ইন্ডিজের ৩৭ বছর বয়সী বাঁহাতি বিধ্বংসী ব্যাটসম্যান গেইল যোগ দেয়ার পর শক্তি আরও বৃদ্ধি হয়েছে চিটাগাংয়ের। রবিবার রংপুর রাইডার্স কোন পাত্তাই পায়নি। গেইল যোগ হওয়ার আগেই আত্মবিশ্বাস ফিরে পাওয়া দল ৯ উইকেটের এ জয়ে আরও উজ্জীবিত। নিশ্চিতভাবেই আজও গেইলের দিকে দৃষ্টি থাকবে সবার। দলও তাকিয়ে থাকবে তার ব্যাটের দিকে। বিশেষ করে খুলনার বিরুদ্ধে আজ প্রতিশোধের ম্যাচ। প্রথম সাক্ষাতে হাতের মুঠোয় চলে আসা জয় হাতছাড়া হয়েছে মাত্র ৪ রানে হেরে। সেই খারাপ সময়গুলো কাটিয়ে ওঠার পর এখন ক্রমেই ওপরের দিকে উঠে এসেছে চিটাগাং। ৯ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে এখন পয়েন্ট তালিকায় তিন নম্বরে তারা। এর কারণ সংঘবদ্ধ হয়ে ওঠা চিটাগাংয়ের টানা চারটি জয়। আজ জিতলেই খুলনাকে টপকে শুধু দুই নম্বরেই নয়, শীর্ষেও ওঠার হাতছানি। তবে খুলনাও এ ম্যাচে জয়ের বিকল্প কিছু ভাবছে না। গত ম্যাচে রাজশাহী কিংসের কাছে হেরে পিছিয়ে পড়েছে তারা। এবার জয়ের ধারায় ফিরতে উন্মুখ হয়েই মাঠে নামবেন মাহমুদুল্লাহরা। তবে আসরে দলের যে দুর্দান্ত বোলিং বিভাগ দারুণ যোগ্যতা দেখিয়েছে তাদের জন্য প্রথম অগ্নিপরীক্ষাটা আজই। কারণ গেইল-তামিমের বিধ্বংসী জুটির বিরুদ্ধে আজ বোলিং করতে হবে তাদের। সেই চ্যালেঞ্জে যত দ্রুত সম্ভব সাফল্য পাওয়ার দিকেই মনোযোগ থাকবে খুলনার। তবে দর্শকরা মুখিয়ে থাকবেন গেইলের ব্যাটিং তা-ব দেখার জন্য। দিনের প্রথম খেলায় কোণঠাসা কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জন্য ‘ডু অর ডাই’ ম্যাচ আজ। গত আসরের চ্যাম্পিয়নরা টানা হারের বৃত্ত থেকে বেরিয়েছিল চট্টগ্রাম পর্বে রাজশাহী কিংসের বিরুদ্ধে ৩২ রানের জয় দিয়ে। কিন্তু এরপর সেটা ধরে রাখতে পারেনি মাশরাফির দল। আবার দুটি পরাজয় দেখেছে। ৮ ম্যাচের ৭টিতেই হার নিয়ে একেবারে তলানিতে অবস্থান। আজ হারলেই শেষ চারে ওঠার লড়াই থেকে সবার আগে ছিটকে পড়বে গত আসরের চ্যাম্পিয়নরা। কারণ, আজ নবম ম্যাচ- হারের পর বাকি তিন ম্যাচে জয় আসলেও পয়েন্ট তালিকায় সেরা চারে থাকা অসম্ভব হয়ে যাবে। ক্ষীণ আশাটা বাঁচিয়ে রাখতে হলেও তাই আজ জিততেই হবে কুমিল্লাকে। প্রথম সাক্ষাতে বরিশাল বুলসের কাছে ৬ উইকেটে হেরেছিল তারা মিরপুরেই। সেটা বাড়তি অনুপ্রেরণা হয়ে থাকবে মুশফিকুর রহীমের দল বরিশালের জন্য। অধিনায়ক মুশফিক ধারাবাহিকভাবে ব্যাট হাতে দারুণ সফল হলেও দলের বাকিদের ব্যাটিং ব্যর্থতা বড় দুশ্চিন্তার কারণ। আজ নিজেদের দশম ম্যাচে জয় না পেলে তাদের জন্যও শেষ চারে ওঠার লড়াইটা কঠিন হয়ে যাবে। ৯ ম্যাচে মাত্র ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে অবস্থান এখন বরিশালের। আজ জয় পেলে বেশ ভালভাবেই শেষ চারে ওঠার রেসে টিকে থাকবে তারা।
×