ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কোনরকমে ইজ্জত রক্ষা বার্সিলোনার

প্রকাশিত: ০৬:০৩, ২৯ নভেম্বর ২০১৬

কোনরকমে ইজ্জত রক্ষা বার্সিলোনার

স্পোর্টস রিপোর্টার ॥ ২০০৭ সালের পর থেকে রিয়াল সোসিয়েডাডের মাঠে জয়হীন বার্সিলোনা। সবশেষ চার ম্যাচে আবার হারের তেতো স্বাদ। রবিবার রাতে সেই জুজু কাটানোর লক্ষ্যে সান সেবাস্টিয়ানে খেলতে নামে কাতালানরা। কিন্তু না, এবারও হয়নি। ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়ে আসতে পারেননি লিওনেল মেসি, নেইমার, লুইস সুয়ারেজরা। স্প্যানিশ লা লিগার ম্যাচে কোনরকমে সোসিয়েডাডের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বার্সিলোনা। অনেকটা ভাগ্যের কৃপায় এক পয়েন্ট পেয়েছে আসরের বর্তমান চ্যাম্পিয়নরা। এটিকে স্বয়ং কাতালান কোচ লুইস এনরিকে ‘মিরাকল’ বলেছেন। পুরো ম্যাচে একতরফা প্রাধান্য বিস্তার করে খেলেও ভাগ্য বিরূপ থাকায় ও রেফারির বিতর্কিত সিদ্ধান্তের কারণে বার্সার বিরুদ্ধে টানা পাঁচ জয় পায়নি সোসিয়েডাড। পুরো ম্যাচে বার্সার একমাত্র উজ্জ্বল মুহূর্ত মেসির সমতাসূচক গোল। বাকি সময়ের পুরো গল্পই স্বাগতিকদের। রিয়াল সোসিয়েডাডের কার্লোস ভেলার দুটি শট একবার ক্রসবারে, অন্যবার পোস্টে লেগে প্রতিহত হয়। জুয়ানমির গোলটা লাইন্সম্যানের মারাত্মক ভুলে বাতিল না হলে জয় নিয়েই মাঠ ছাড়তে পারত স্বাগতিকরা। বার্সা ব্যর্থ হলেও জয়ের ধারায় ফিরেছে এ্যাটলেটিকো মাদ্রিদ। ওসাসুনানকে তাদেরই মাঠে ৩-০ গোলে হারিয়েছে দিয়াগো সিমিওনের দল। বর্তমানে ১৩টি করে ম্যাচ শেষে বার্সার চেয়ে ছয় পয়েন্ট এগিয়ে রিয়াল। গ্যালাক্টিকোদের ৩৩ পয়েন্টের বিপরীতে বার্সার পয়েন্ট ২৭। সমান পয়েন্ট নিয়ে গোলগড়ে তিন নম্বরে সেভিয়া। ২৩ পয়েন্ট নিয়ে সোসিয়েডাড পাঁচে। ২৪ পয়েন্ট নিয়ে চারে এ্যাটলেটিকো মাদ্রিদ। প্রথমার্ধে একচেটিয়া খেললেও গোলের দেখা পায়নি সোসিয়েডাড। বিরতির পর ৫৩ মিনিটে উইলিয়ান জোশে স্বাগতিকদের এগিয়ে নেন। এর ছয় মিনিট পরে মেসির গোলে বার্সা কোনরকমকে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে। এক পয়েন্টই অবশ্য বার্সিলোনাকে দ্বিতীয় স্থান ধরে রাখতে যথেষ্ট ছিল। কিন্তু শনিবার ক্যাম্প ন্যুতে মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে রিয়ালের মুখোমুখি হওয়ার আগে আরও নড়বড়ে হয়ে গেল তারা। প্রথমার্ধ গোলশূন্য থাকলেও বেশ কিছু সুযোগ সৃষ্টি করে স্বাগতিকরা। জাবি প্রিয়েটো ও ভেলা বিরতির আগে দুটো সুযোগ নষ্ট করেন। ম্যাচ শেষের ১৪ মিনিট আগে ভেলার দুটি প্রচেষ্টা ও বদলি খেলোয়াড় জুয়ানমির হেড অফসাইডের কারণে বাতিল হয়ে গেলে জয়হীন থাকতে হয় সোসিয়েডাডকে। ম্যাচে একতরফা খেলা সোসিয়েডাড সব মিলিয়ে ১৭টি শট নেয়। তার ৬টিই গোলমুখে। বার্সা পুরো ম্যাচে দুটি, কোনটাই প্রথমার্ধে নয়। ?এই প্রথম মৌসুমে প্রতিপক্ষের গোলমুখে প্রথমার্ধে শট নিতে পারেনি বার্সা। এই প্রথম কোন ম্যাচে তাদের বলের দখল (৪৮ শতাংশ) প্রতিপক্ষের চেয়ে কমও থাকল। বার্সা যতটা খারাপ খেলেছে ততগুণ বেশি ভাল খেলেছে সোসিয়েডাড। বার্সা কোচ লুইস এনরিকেও স্বীকার করেছেন নিজেদের ব্যর্থতা। ম্যাচ শেষে তিনি বলেন, কেউ যদি হঠাৎ? এই ম্যাচ দেখত। তাহলে মনে করত, সোসিয়েডাডের জার্সিতে বার্সা খেলছে আর বার্সার জার্সিতে অন্য কেউ। এনরিকে আরও বলেন, আমরা জিতলে সেটা হতো অন্যায্য আর রিয়ালকে (সোসিয়েডাড) অভিনন্দন জানাতে হবে আমার। বার্সিলোনা ডিফেন্ডার জেরার্ড পিকেও স্বীকার করেছেন এভাবে খেললে শিরোপা জয় সম্ভব নয়। তিনি বলেন, আমরা পারফর্মেন্স আর মনোভাবের দিক থেকে হেরে গেছি। প্রথমাধেই শেষ হয়ে গেছি আমরা। এভাবে লা লিগা জেতা খুব কঠিন হবে। তারা আমাদের ভালভাবে চাপ দিয়েছে আর আমাদের খেলাটা খেলতে দেয়নি। আপনি বলতেই পারবেন না এটা বার্সা ছিল। কিন্তু ড্র করাটা খুব খারাপ নয়। ম্যাচে চোট পাওয়ায় এল ক্লাসিকো খেলা নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে পিকের। তবে শনিবার রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে ম্যাচ খেলার বিষয়ে আশাবাদী স্প্যানিশ এই ডিফেন্ডার। এ প্রসঙ্গে তিনি বলেন, আমার মনে হয়, আমি ঠিক আছি। প্রথমার্ধে গোড়ালির গাঁটে চোট পেয়েছি। কিন্তু শনিবার খেলার ব্যাপারে আশাবাদী আমি।
×