ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

টি২০ মহিলা এশিয়া কাপে রুমানাদের জয় ৩৫ রানে, আজ প্রতিপক্ষ নেপাল

বাংলাদেশ সহজে হারাল থাইল্যান্ডকে

প্রকাশিত: ০৬:০২, ২৯ নভেম্বর ২০১৬

বাংলাদেশ সহজে হারাল থাইল্যান্ডকে

স্পোর্টস রিপোর্টার ॥ নিজেদের দ্বিতীয় ম্যাচেই জয়ের ধারায় ফিরল বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। ব্যাঙ্ককে অনুষ্ঠিত মহিলা এশিয়া কাপ টি২০-তে সোমবার ৩৫ রানে স্বাগতিক থাইল্যান্ড মহিলা ক্রিকেট দলকে হারিয়েছে রুমানা আহমেদের দল। প্রথম ব্যাট করে ৬ উইকেটে ৮৮ রান তোলে বাংলাদেশের মেয়েরা। জবাবে ১৮.৩ ওভারে ৫৩ রানে গুটিয়ে যায় থাইল্যান্ড। আজ নিজেদের তৃতীয় ম্যাচে নেপাল মহিলা দলের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি দুপুর ১টায় শুরু হবে। নেপালের মেয়েরা সোমবার ৮ উইকেটে বিধ্বস্ত হয়েছে শ্রীলঙ্কা মহিলা দলের কাছে। প্রথম ম্যাচে শক্তিশালী ভারত মহিলা দলের কাছে ৬৪ রানের বড় হার দিয়ে এবার এশিয়া কাপ শুরু হয়েছিল বাংলাদেশের মেয়েদের। তাই দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়েই থাইল্যান্ডের মুখোমুখি হয় তারা। তবে টস হেরে রুমানাদের আগে ব্যাটিংয়ে নামতে হয়। আগের ম্যাচে ব্যাটিং ব্যর্থতার ছাপ এদিনও শুরুতেই স্পষ্ট হয়ে ওঠে। মাত্র ৮ রানের মধ্যে বিদায় নেন নিগার সুলতানা (২) ও শায়লা শারমিন (০)। তবে তৃতীয় উইকেটে সানজিদা ইসলাম ও ফারাজানা হক ৪২ রানের জুটি গড়ে দলের বিপর্যয় কাটিয়েছেন। তবে রানের গতি বাড়াতে পারেননি তারা। ফারাজানা ৩১ বলে ১৫ রান করার পর সাজঘরে ফিরে যান। এরপর আর কেউ বেশিক্ষণ টিকতে পারেননি। শুরু থেকেই দারুণ খেলা ওপেনার সানজিদাও ৪৮ বলে ১ চারে ৩৮ রান করে সাজঘরে ফিরেছেন। শেষদিকে সালমা খাতুনের ১২ বলে অপরাজিত ১০ রানে ৬ উইকেটে ৮৮ রানের ভাল একটি সংগ্রহ পায় বাংলাদেশের মেয়েরা। তবে এ ম্যাচেও ব্যাটারদের ব্যর্থতা ছিল চোখে পড়ার মতো, সে কারণেই দুর্বলতম প্রতিপক্ষ থাইল্যান্ডের বিরুদ্ধে সংগ্রহটাকে বড় করা যায়নি। ১৮ বছর বয়সী লেগস্পিনার সুলিপর্ন লাওমি দুর্দান্ত বোলিং করে ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে নেন ৩ উইকেট। জবাব দিতে নেমে প্রথম ওভারেই জাহানারা আলমের গতিঝড়ে বেসামাল হয়ে যায় থাই মেয়েদের ব্যাটিং লাইনআপ। ওই ওভারের তৃতীয় ও চতুর্থ বলে দুটি উইকেট শিকার করেন তিনি। কিন্তু বিপদে পড়েছে থাইল্যান্ড। সেই বিপদ থেকে আর বেরতে পারেনি তারা। বাংলাদেশের স্পিন ও পেস বিভাগের সম্মিলিত কড়া আক্রমণে বিপর্যস্ত হয়ে পড়ে থাই ব্যাটাররা। শুধু লড়াই করেছেন ওপেনার নাত্তাকাম চ্যানতাম। তিনি ২৩ বলে ২ চারে ২১ রান করে খাদিজাতুল কুবরার স্পিনে সাজঘরে ফেরেন। অধিনায়ক সরনারিম টিপশ ছয় নম্বরে নেমে দ্বিতীয় সর্বোচ্চ ১০ রান করেন ২৭ বলে! এছাড়া আর কেউ রুমানার স্পিন আর পান্না ঘোষের পেসের সামনে দাঁড়াতেই পারেননি। শেষ পর্যন্ত ৯ বল বাকি থাকতেই মাত্র ৫৩ রানে গুটিয়ে যায় থাইল্যান্ডের ইনিংস। পান্না ৪ ওভারে ১ মেডেনসহ মাত্র ৯ রান দিয়ে ৪টি এবং রুমানা ৩.৩ ওভারে ৫ রান দিয়ে ৩টি ও জাহানারা ২১ রানে ২টি উইকেট নেন। বাংলাদেশের মেয়েদের আজ প্রতিপক্ষ নেপাল মহিলা দল। তারা একই দিনে লঙ্কান মেয়েদের বিরুদ্ধে ১৬.২ ওভারে মাত্র ২৩ রানে গুটিয়ে যায়। জবাবে লঙ্কান মেয়েরা ২ উইকেট হারিয়ে ৪.৩ ওভারে ২৪ রান তুলে ৮ উইকেটের জয় পায়। স্কোর ॥ বাংলাদেশ মহিলা দল ইনিংস- ৮৮/৬; ২০ ওভার (সানজিদা ৩৮, ফারাজানা ১৫, সালমা ১০; লাওমি ৩/১৮)। থাইল্যান্ড মহিলা দল ইনিংসÑ ৫৩/১০; ১৮.৩ ওভার (চ্যানতাম ২১, টিপশ ১০; পান্না ৪/৯, রুমানা ৩/৫, জাহানারা ২/২১)। ফল ॥ বাংলাদেশ মহিলা দল ৩৫ রানে জয়ী।
×