ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ভারতের নিয়ন্ত্রণে মোহালি টেস্ট

প্রকাশিত: ০৬:০২, ২৯ নভেম্বর ২০১৬

ভারতের নিয়ন্ত্রণে মোহালি টেস্ট

স্পোর্টস রিপোর্টার ॥ বিরূপ আবহাওয়া বা ক্রিকেটের গৌরবময় অনিশ্চয়তা- এই দুটি বিষয় বাইরে রাখলে মোহালি টেস্টে তিন দিনেই জয় দেখছে ভারত! ২৮৩ রানের জবাবে প্রথম ইনিংসে ৪১৭ রান করার পর দ্বিতীয় ইনিংসে ৭৮ রানেই ইংলিশদের ৪ উইকেট তুলে নিয়েছে বিরাট কোহলির দল। লিড পরে, ইনিংস হার এড়াতে সফরকারীদের চাই আরও ৫৬ রান। জো রুট ৩৬ রান নিয়ে ব্যাট করছেন, রানের খাতা খোলার অপেক্ষায় গ্যারেথ ব্যাটি। স্বীকৃত ব্যাটস্যান বলতে অপেক্ষমাণ হাসিব হামিদ ও জস বাটলার। এদের ওপরই নির্ভর করবে এ্যালিস্টার কুকের দল আসলে কতটা লড়াই করতে পারে! মূলত স্বাগতিক স্পিনারদের ঘূর্ণিবিশেষ দিশেহারা ইংল্যান্ড। ব্যাটিংয়ের পর বল হাতেও জাদু দেখাচ্ছেন রবিচন্দ্রন অশ্বিন। দ্বিতীয় ইনিংসে প্রতিপক্ষের ৪ উইকেটের ৩টিই তুলে নিয়েছেন তিনি। প্রথম ম্যাচ দারুণভাবে ড্র করলেও দ্বিতীয়টিতে বাজেভাবে হেরে পাঁচ টেস্টের সিরিজে ১-০তে পিছিয়ে ইংলিশরা। এবার ব্যবধান বাড়িয়ে নেয়ার দ্বারপ্রান্তে কোহলি এ্যান্ড কোং। ৬ উইকেটে ২৭১ রান নিয়ে সোমবার তৃতীয় দিনে প্রথম ইনিংস শুরু করে ভারত। তখন কেই বা ভেবেছিল স্বাগতিকদের স্কোর ৪শ’ পেরিয়ে যাবে? অশ্বিন যখন (৭২) করে ফেরেন ভারতের সংগ্রহ তখন ৭ উইকেটে ৩০১। এরপর জয়ন্ত যাদবকে নিয়ে দুর্দান্ত খেলেন রবীন্দ্র জাদেজা। অষ্টম উইকেট জুটিতে ৮০ রান যোগ করে মূলত তারা দু’জনই ইংল্যান্ডকে ম্যাচ থেকে ছিটকে দিয়েছেন। ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরিটা যখন প্রায় হাতের নাগালে, ছক্কা মারতে গিয়ে আউট হন জাদেজা (৯০)। নয় নম্বরে নামা তরুণ জয়ন্ত হাল ছাড়েননি (৫৫)। উমেশ যাদবকে (১২) নিয়ে দলকে ৪শ’ পার করে দিয়েছেন। এই দুজনকে আউট করে বেন স্টোকস তৃতীয়বারের মতো পেয়েছেন ইনিংসে পাঁচ উইকেট। ১৩৪ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের শুরুটা একদমই ভাল হয়নি। প্রথম ইনিংসে পাওয়া চোটে নামতে পারেননি ওপেনার হাসিব হামিদ। তার স্থলে রুট অবশ্য ভালই করেছেন। ৩৬ রানে অপরাজিত থেকে ফিরেছেন তিনি। কিন্তু কুক হতাশ করেছেন। ডিআরএসের সুযোগ নিয়ে দুবার এলবিডব্লিউর হাত থেকে বেঁচে গেলেও শেষ পর্যন্ত ১২ রান করে অশ্বিনের বলে বোল্ড হয়েছেন ইংল্যান্ড অধিনায়ক। দিনের খেলা শেষ হওয়ার আগেই সাজঘরে কুকের সঙ্গী হয়েছেন মঈন আলী (৫), জনি বেয়ারস্টো (১৫) ও বেন স্টোকস (৫)। অশ্বিন পেয়েছেন ৩ উইকেট, অন্যটি জয়ন্তর। ম্যাচে উমেশ যাদবের ক্যাচ ধরে এক বছরে (২০১৬ সালে) সবচেয়ে বেশি ডিসমিসালের (৬৮) নতুন রেকর্ড গড়েছেন ইংল্যান্ডের জনি বেয়ারস্টো। এতদিন বছরে ৬৭ ডিসমিসালে যৌথভাবে রেকর্ডটা ছিল দুই সাবেক গ্রেট ইয়ান হিলি (১৯৯৩) ও মার্ক বাউচারের (১৯৯৮) দখলে। স্কোর ॥ ইংল্যান্ড প্রথম ইনিংস ২৮৩/১০ (৯৩.৫ ওভার; বেয়ারস্টো ৮৯, বাটলার ৪৩, স্টোকস ২৯, ওকস ২৫, কুক ২৭, হামিদ ৯, রুট ১৫, মঈন ১৬, রশিদ ৪, ব্যাটি ১; শামি ৩/৬৩, উমেশ যাদব ২/৫৮, জয়ন্ত যাদব ২/৪৯, জাদেজা ২/৫৯, আশ্বিন ১/৪৩) ও দ্বিতীয় ইনিংস ৭৮/৪ (৩৮ ওভার; রুট ৩৬*, বেয়ারস্টো ১৫, কুক ১২, মঈন ৫, স্টোকস ৫; আশ্বিন ৩/১৯, জয়ন্ত ১/১২) ভারত প্রথম ইনিংস ৪১৭/১০ (১৩৮.২ ওভার; জাদেজা ৯০, কোহলি ৬২, পুজারা ৫১, অশ্বিন ৭২, জয়ন্ত ৫৫, পার্থিব প্যাটেল ৪২, বিজয় ১২, রাহানে ০, নায়ার ৪; রশিদ ৪/১১৮, স্টোকস ৫/৭৩) ** তৃতীয় দিন শেষে
×