ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

১১৬ বছরের ইতিহাসে প্রথম শিরোপা জিতল লাতিন আমেরিকার দেশটি, গ্যালারিতে অনুপ্রেরণা দিয়েছেন বিশ্বকাপজয়ী ম্যারাডোনা

ডেভিস কাপে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

প্রকাশিত: ০৬:০২, ২৯ নভেম্বর ২০১৬

ডেভিস কাপে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

স্পোর্টস রিপোর্টার ॥ অবশেষে ডেভিস কাপের শিরোপা জয়ের স্বাদ পেল আর্জেন্টিনা। ফাইনালে ক্রোয়েশিয়াকে হারিয়ে প্রথমবারের মতো স্বপ্নের ট্রফির স্পর্শ করল তারা। ১১৬ বছরের ইতিহাসে ১৫তম দেশ হিসেবে ডেভিস কাপের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল আর্জেন্টিনা। প্রথমবারের মতো ডেভিস কাপের শিরোপা জেতায় লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনার সমর্থকরা এখন উচ্ছ্বাসের জোয়ারে ভাসছে অথচ এর আগে ডেভিস কাপের চার চারটি ফাইনাল খেলেছে আর্জেন্টিনা। কিন্তু সবসময়ই সঙ্গী হয়েছে পরাজয়ের ব্যর্থতা। তবে এবার সেই স্বপ্নের বাস্তবায়ন ঘটাল লাতিন আমেরিকার দেশটি। আর এর পেছনে ছিল দিয়েগো ম্যারাডোনার সমর্থন। বিশ্বকাপজয়ী ম্যারাডোনার সমর্থনেই পাল্টে গেল দেশটির চেহারা! জাগ্রেব এ্যারিনায় ক্রোয়েশিয়ার বিপক্ষে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে জয় তুলে নেয় দলটি। দেশটির এমন জয়ে দারুণ ভূমিকা রেখেছেন তারকা খেলোয়াড় হুয়ান মার্টিন দেল পোত্রো। পরে ফেডেরিকো দেলবোনিসও সহজ জয় পেলে উৎসবে মাতে আর্জেন্টাইনরা। পিছিয়ে থাকা আর্জেন্টিনার দেল পোত্রো লড়াই করেন ক্রোয়েশিয়ান তারকা মারিন চিলিসের বিপক্ষে। যেখানে দুর্দান্ত লড়াই করে শেষ পর্যন্ত তিনি ৬-৭ (৪), ২-৬, ৭-৫, ৬-৪ ও ৬-৩ সেটে জয় তুলে নেন। পরের ম্যাচে ফেডেরিকো দেলবোনিস ৬-৩, ৬-৪ ও ৬-২ সেটে জয় তুলে নেন এলভো কার্লোভিচের বিপক্ষে। এদিকে চিলিসের বিপক্ষে ব্যক্তিগত অর্জনেও বেশ এগিয়ে গেল সম্প্রতি চোট কাটিয়ে দলে ফিরে আসা দেল পোত্রো। এখন পর্যন্ত ক্রোয়েশিয়ান তারকার বিপক্ষে ১১বারের মুখোমুখি লড়াইয়ে ৯বারই জয় তুলে নেন তিনি। হেরেছেন মাত্র দুটিতে। ম্যাচ শেষে দেল পোত্রো বলেন, ‘সবসময়ই ইতিবাচক ছিলাম। এমনকি দুই সেট পিছিয়ে পড়ার পরও কখনও হতাশ হইনি। তাই বলব এটা আমার সমস্ত ক্যারিয়ারের সবচেয়ে বড় জয়।’ ২০০৯ সালে ইউএস ওপেনের প্রথম শিরোপা জিতেছিলেন দেল পোত্রো। এরপর আর কোন মেজর শিরোপা জিততে পারেননি তিনি। তবে আর্জেন্টাইন তারকাকে বেশিরভাগ সময়ই কোর্টের বাইরে রেখেছে চোট। কিন্তু এবার চোট কাটিয়ে বেশ ভালভাবেই ফেরার ইঙ্গিত দিয়েছেন দেল পোত্রো। সম্প্রতি রিও অলিম্পিকে অসাধারণ খেলেই ফাইনালে জায়গা করে নিয়েছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত রৌপ্য জিতেই সন্তুষ্ট থাকতে হয় তাকে।’ এবার ডেভিস কাপেও নিজেকে মেলে ধরলেন দারুণভাবে। দেল পোত্রোর প্রশংসা করলেন আর্জেন্টিনার কোচ ড্যানিয়েল ওরসানিকও। তিনি বলেন, ‘আজ সে অসাধারণ পারফর্ম করেছে। কোর্টে অবিশ্বাস্য ভাল খেলেছে সে। আর ফেডেরিকো তার জীবনের সবচেয়ে সেরা ম্যাচটাই খেলেছে।’ ফুটবল মাঠে নিজ দেশ আর্জেন্টিনাকে বরাবরই উৎসাহ দিয়ে থাকেন দিয়েগো ম্যারাডোনা। প্রীতি ম্যাচ থেকে শুরু করে বিশ্ব মঞ্চেও ফুটবল ঈশ্বরের সমর্থন চোখে পড়ার মতো। তবে এবার নিজ দেশের টেনিস দলকে সমর্থন দিতে গ্যালারিতে উপস্থিত হন দেশটির কিংবদন্তি এই ফুটবলার। আলোচনায় থাকাটা তার নিয়মিত স্বভাব। এইতো গত কয়েক দিন আগেই শিরোনাম হয়েছিলেন বান্ধবীকে মারার কারণে। তবে এবার শিরোনাম হলেন মেয়ের সমান বয়সী বান্ধবীকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানোর জন্য। জোশে মরিনহোর পর এবার নিজ দেশের টেনিস দলকে সমর্থন দিতে স্টেডিয়ামে হাজির হয়েছিলেন এই আর্জেন্টাইন। তবে ম্যারাডোনার সঙ্গে ছিলেন তার বান্ধবী। যেখানেই যান সঙ্গে এখন দেখা যায় তরুণ এই বান্ধবীকে। মেয়ের সমান বয়সী বান্ধবীকে নিয়ে বেশ মত্ত ম্যারাডোনা। এর আগে বান্ধবী রোসিও অলিভিয়ার বিরুদ্ধে থানায় অভিযোগও করেছিলেন তিনি। কোন কারণ ব্যাখ্যা না করলেও অভিযোগ প্রত্যাহার করে নিয়েছেন আর্জেন্টিনার সাবেক কোচ। দুবাইয়ে থাকার সময় তার বাড়ি থেকে স্বর্ণালঙ্কারসহ মূল্যবান জিনিসপত্র চুরির অভিযোগে অলিভিয়ার বিরুদ্ধে মামলা করেছিলেন ’৮৬ সালের বিশ্বকাপ জয়ী অধিনায়ক।
×