ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ডায়াবেটিস রোগীর জন্য বিশেষ মোজা

প্রকাশিত: ০৫:৪৫, ২৯ নভেম্বর ২০১৬

ডায়াবেটিস রোগীর জন্য বিশেষ মোজা

ডায়াবেটিস রোগীদের জন্য বিশেষ ধরনের ‘স্মার্ট মোজা’ তৈরি করেছে স্বাস্থ্য পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান সাইরেন কেয়ার। এই মোজা তাপমাত্রা সেন্সর ব্যবহার করে প্রদাহ এবং আঘাত শনাক্ত করতে পারবে। নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে থাকাকালীন সাইরেন কেয়ারের সহ-প্রতিষ্ঠাতা র‌্যান আঘাতপ্রাপ্ত ত্বকে ক্রমবর্ধমান জৈববস্তু দিয়ে নতুন চামড়া গজানোর পদ্ধতি নিয়ে কাজ করেন। সে সময় কীভাবে ডায়াবেটিক আক্রান্ত পা-এর চিকিৎসা করতে হয় তা শিখতে শুরু করেন এবং এমন একটি পরিধেয় তৈরির পরিকল্পনা করেন যা আঘাত শনাক্ত ও প্রতিরোধ করতে পারবে। টাইপ ১ এবং টাইপ ২, উভয় ধরনের ডায়াবেটিক রোগীদের পা সংক্রান্ত বিভিন্ন সমস্যার মধ্যে একটি হচ্ছে পা ফোলার প্রবণতা, যা মাঝে মধ্যে জটিল আকার ধারণ করতে পারে। এর ফলে সংক্রমণ বা পা কেটে ফেলার মতো পরিস্থিতিও হতে পারে। এ ক্ষেত্রে এসব মোজা বিশেষ ভূমিকা রাখতে পারে। -সাইট সিনেট
×