ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সংস্কৃতি সংবাদ

চারুকলায় ‘পোড়ামাটির ফলক’ শিল্পকর্ম প্রদর্শনী শুরু

প্রকাশিত: ০৫:৪২, ২৯ নভেম্বর ২০১৬

চারুকলায় ‘পোড়ামাটির ফলক’ শিল্পকর্ম প্রদর্শনী শুরু

স্টাফ রিপোর্টার ॥ গ্যালারিতে প্রবেশ করেই চোখে পড়বে মানুষের অবায়বের চার পাশে প্রকৃতির দৃশ্য, দেয়ালে শোভা পাচ্ছে মানুষের বিভিন্ন আকৃতি, তালার ওপর লেখা আছে লাথি মার ভাঙরে তালা, কড়াইয়ের মধ্যে মাছের চারিদিকে লোকজ দৃশ্যের সমাহার প্রভৃতি। পোড়ামাটির তৈরি এসব শিল্পকর্ম নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার জয়নুল গ্যালারিতে শুরু হয়েছে ‘পোড়ামাটির ফলক’ শীর্ষক যৌথ চিত্র প্রদর্শনী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের মৃৎশিল্প বিভাগের আমন্ত্রণে ঢাকায় আসেন ভারতের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের (শান্তিনিকেতন) ডিজাইন বিভাগের বিভাগীয় প্রধান শিল্পী অধ্যাপক গৌতম দাস। তার তত্ত্বাবধানে গত ১৯ থেকে ২৫ মার্চ পর্যন্ত মৃৎশিল্প বিভাগে টেরাকোটা ফলক নির্মাণের এক কর্মশালা হয়। এতে অংশগ্রহণ করে অনুষদের মৃৎশিল্প বিভাগের শিক্ষকবৃন্দ ও ছাত্র-ছাত্রীরা। মাটি দিয়ে গতানুগতিক ধারা থেকে বেরিয়ে নিজস্ব শিল্প চেতনার ব্যাপ্তি ঘটানোর লক্ষ্যে শিল্পীরা গবেষণাধর্মী যে শিল্পকর্ম তৈরি করেছেন তা নিয়ে সোমবার থেকে শুরু হয়েছে এ প্রদর্শনী। এদিন সকালে ৬ দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করেন অধ্যাপক শিল্পী রফিকুন নবী। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থপতি ড. আবু সাঈদ এম আহমেদ, প্রকৌশলী মইনুল আবেদিন ও অধ্যাপক শিল্পী শিশির কুমার ভট্টাচার্য। এ প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিল্পীরা হলেন- অধ্যাপক গৌতম দাস, ড. আজহারুল ইসলাম চঞ্চল, মোঃ রবিউল ইসলাম, স্বপন কুমার সিকদার, দেবাশীষ পাল, মোহাম্মদ সাব্বির আল রাজী, চিন্ময়ী সিকদার, মোঃ শাহাবুদ্দীন শেখ, মোঃ আনিসুল হক, ফারজানা ইসলাম, তানজীলা সুমাইয়া সিদ্দিকী, বৈজয়ন্তী সরকার, মৌসুমী আক্তার ও মাবিয়া আক্তার। প্রদর্শনীতে স্থান পেয়েছে মোট ২০টি শিল্পকর্ম। প্রদর্শনী চলবে ৩ ডিসেম্বর পর্যন্ত এবং প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শকের জন্য উন্মুক্ত থাকবে। শিল্পকলায় অনুরাগ থিয়েটারের ‘ময়নার চর’ মঞ্চস্থ ॥ শোষক আর শোষিতের চিরন্তন সংঘাত ও সংগ্রাম নিয়ে রচিত ‘ময়নার চর’ নাটক মঞ্চস্থ হয় শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে সোমবার সন্ধ্যায়। অনুরাগ থিয়েটারের প্রথম প্রযোজনা এ নাটকটির দ্বিতীয় মঞ্চায়ন ছিল এ সন্ধ্যায়। নাটকটি রচনা করেছেন আবদুল হাই দুর্বার এবং নির্দেশনা দিয়েছেন নাসির আহমেদ। সামাজিক এ নাটকে বর্তমান জীবন ঘনিষ্ঠার প্রতিফলন সুস্পষ্ট। নাটকে দেখা যায়, কিভাবে গ্রামের সাধারণ মানুষ কিভাবে মোল্লা ম-লদের দ্বারা শোষিত হচ্ছে। তাদের শোষণের যাঁতাকলে নিষ্পেষিত হচ্ছে নৈমুদ্দিন, ফকিরা, আইজুদ্দিন ও সাধুরাদের মতো খেটে খাওয়া মানুষ। ময়নার মতো সংগ্রামী মেয়েরা কোন এক সময় অস্ত্র তুলে দেয় শোষিতদের হাতে। ময়নার জীবনের বিনিময়ে যারা দখল করে নদীর চর, তারাই নাম দেয় ময়নার চর। এভাবেই এগিয়ে যায় নাটকের কাহিনী। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেন-সাদেকুর রহমান, দেলোয়ার হোসেন, জাহাঙ্গীর আহমেদ, মোবারক হোসেন, প্রতিমা রানী বিশ্বাস, দাদু সিরাজ, জগলুল হায়দারসহ অনেকে। তৃতীয় ব্যান্ডফেস্ট শুরু হচ্ছে ১ ডিসেম্বর ॥ দেশে তৃতীয়বারের মতো শুরু হচ্ছে ‘ব্যান্ড ফেস্ট’। চ্যানেল আই আয়োজিত এ উৎসবে অংশ নেবে বাংলাদেশের ২৭টি ব্যান্ডদল। চ্যানেল আই প্রাঙ্গণে ১ ডিসেম্বর সকাল ১১টায় ব্যান্ডদল উচ্চারণের পারফর্মেন্সের মধ্য দিয়ে শুরু হবে এ উৎসব। অনুষ্ঠানটি চলবে বিকেল ৫টা পর্যন্ত। সর্বশেষ পারফর্ম করবে ব্যান্ডদল এলআরবি। চ্যানেল আই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে। ব্যান্ড ফেস্ট ’১৬ উপস্থাপনা করবেন অপু মাহফুজ, মৌসুমী বড়–য়া, সাফি আহমেদ ও দিলরুবা সাথী এবং প্রযোজনা করবেন অনন্যা রুমা। এ উপলক্ষে সোমবার চ্যানেল আই কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আয়োজকরা। সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। এ সময় উপস্থিত ছিলেন ব্যান্ড লিজেন্ড আইয়ুব বাচ্চু ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়েল ফুডের সিইও সৈয়দ নুরুল ইসলাম, এডিসন গ্রুপের সিনিয়র মার্কেটিং ম্যানেজার জাহিদুল ইসলাম, অবসকিউর ব্যান্ডের টিপু, ব্যাকের জোয়াদ, কণ্ঠশিল্পী পারভেজ, জয় প্রমুখ। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের তিন যুগ পূর্তি অনুষ্ঠান আজ ॥ ‘গ্রুপ থিয়েটার দিবস’ আজ মঙ্গলবার। এ উপলক্ষে বিশেষ আয়োজন করেছে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন। তিন যুগ পূর্ণতায় আজ বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছে সংগঠনটি। বিকেল ৪টায় আনন্দ শোভাযাত্রা বাংলাদেশ মহিলা সমিতি থেকে শুরু হয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে এসে শেষ হবে। একাডেমি প্রাঙ্গণে বিকেল ৫টায় প্রীতি সম্মিলনী। এক্সপেরিমেন্টাল থিয়েটার হলের লবিতে নাট্যতথ্য প্রদর্শনী। বিকেল সাড়ে ৫টায় প্রয়াত নাট্যজনদের স্মরণে আলোক প্রজ্বলন ও আলোচনা অনুষ্ঠান। বক্তব্য রাখবেন নাট্যজন রামেন্দু মজুমদার, আতাউর রহমান, মামুনুর রশীদ, নাসির উদ্দিন ইউসুফ, ম. হামিদ, সারা যাকের, দেবপ্রসাদ দেবনাথ ও ঝুনা চৌধুরী। ফেডারেশনের চেয়ারম্যান লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখবেন সেক্রেটারি জেনারেল আকতারুজ্জামান। সব শেষে থাকবে ‘স্মৃতি সত্তার নাট্য মঞ্চায়ন।
×