ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রংপুর রাইডার্স পরাজিত ৪৯ রানে

মিরাজের অলরাউন্ড নৈপুণ্যে বড় জয় রাজশাহীর

প্রকাশিত: ০৫:৩৭, ২৯ নভেম্বর ২০১৬

মিরাজের অলরাউন্ড নৈপুণ্যে বড় জয় রাজশাহীর

স্পোর্টস রিপোর্টার ॥ তিনি ব্যাটিং অলরাউন্ডার, দাবি করছিলেন দেশের সেরা ক্রিকেটাররা। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়ার পর সেটার প্রমাণ দেখার অপেক্ষা ছিল। সেই প্রমাণ দেখালেন মেহেদি হাসান মিরাজ। দারুণ ব্যাটিংয়ের পর বল হাতেও জ্বলে ওঠে রাজশাহী কিংসকে ৪৯ রানের জয় এনে দিলেন এ তরুণ অলরাউন্ডার। সোমবার বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল টি২০) একমাত্র ম্যাচে রংপুর রাইডার্সের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ এ জয় তুলে নেয় তারা। মিরাজ ব্যাট হাতে অপরাজিত ৪১ রান করার পর বল হাতে ২ উইকেট নিয়ে হন ম্যাচসেরা। আগে ব্যাট করে রাজশাহী ৭ উইকেটে ১২৮ রান তুলেছিল। জবাবে ১৪ বল বাকি থাকতেই ৭৯ রানে গুটিয়ে যায় রংপুর। ৯ ম্যাচে পঞ্চম জয় নিয়ে তালিকায় চারে উঠে এলো রাজশাহী, আর সমান ম্যাচে সমান ১০ পয়েন্ট নিয়েও পাঁচে নেমে গেল রংপুর। টস জিতে আগে ব্যাটিংয়ে নেমেই বিপাকে পড়ে রাজশাহী। আরাফাত সানি ও শহীদ আফ্রিদির দ্বিমুখী স্পিনে তছনছ হয়ে যায় রাজশাহীর ব্যাটিং লাইনআপ। মাত্র ৪৩ রানেই ৭ উইকেট হারিয়ে বিপিএলের সর্বনি¤œ ইনিংসে গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়ে তারা। তবে অষ্টম উইকেটে দারুণ প্রতিরোধ গড়েন মিরাজ ও ফরহাদ রেজা। ৮৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে তোলেন তারা। আগের ৮ ম্যাচে মাত্র ২০ রান করেছিলেন মিরাজ। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট অভিষেক হওয়া মিরাজ বল হাতে বিশ্ব ক্রিকেটের বেশ কিছু রেকর্ড ওলোট-পালোট করে দেয়ার পর যেন পুরোদস্তুর বোলার হিসেবে পরিচিত হয়ে যান। কিন্তু এদিন নিজের ব্যাটিং করার সক্ষমতাও দেখালেন। এ জুটি রানটাও দ্রুত বাড়িয়ে চ্যালেঞ্জিং একটি সংগ্রহ দিয়েছেন। অষ্টম উইকেট জুটিতে বিপিএলের ইতিহাসে নতুন রেকর্ড গড়েন তারা। মাত্র ৬৪ বলে আসে ৮৫ রান। মিরাজ ৩৩ বলে ৩ চার ও এক ছয়ে ৪১ এবং ফরহাদ ৩২ বলে ২ চার ও ২ ছয়ে ৪৪ রান করে অপরাজিত থাকেন। ৭ উইকেটে ১২৮ রান তোলে রাজশাহী কিংস। আরাফাত সানি তিনটি ও আফ্রিদি দুটি উইকেট শিকার করেন। টি২০ ক্রিকেটের ফরম্যাট বিবেচনায় ১২৯ রানের লক্ষ্যটা বিশাল না হলেও রংপুর রাইডার্সের জন্য সেটা বিশাল পাহাড় হয়ে দাঁড়িয়ে যায় শুরুতেই। জবাব দিতে নেমে প্রথম থেকেই বিপর্যস্ত হতে থাকে তারা। মোহাম্মদ মিঠুন ছাড়া আর কেউ তেমন সুবিধা করতে পারেননি। তিনিও কিছুক্ষণ লড়াই চালিয়ে ফিরে গেছেন ২১ বলে ২ চারে ২০ রান করার পর। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে মাত্র ৫৮ রানের ৭ ব্যাটসম্যানকে খুইয়ে ম্যাচ থেকে আগেভাগে ছিটকে পড়ে রংপুর রাইডার্স। তাদের এমন দুর্দশার মূলে ছিলেন বল হাতেও জ্বলে ওঠা মিরাজ আর বাঁহাতি অর্থোডক্স নাজমুল ইসলাম অপু। পরে পেসার আবুল হাসান রাজু মুড়িয়ে দেন রংপুরের টেলএ্যান্ড। শেষ পর্যন্ত ১৭.৪ ওভারে মাত্র ৭৯ রানেই গুটিয়ে যায় রংপুরের ইনিংস। তিনটি করে উইকেট নেন নাজমুল ও আবুল। স্কোর ॥ রাজশাহী কিংস-রংপুর রাইডার্স ম্যাচ টস ॥ রাজশাহী কিংস (ব্যাটিং)। রাজশাহী কিংস ইনিংস- ১২৮/৭; ২০ ওভার (ফরহাদ ৪৪*, মিরাজ ৪১, সাব্বির ১৬, মুমিনুল ৯; আরাফাত সানি ৩/৩১, আফ্রিদি ২/১০)। রংপুর রাইডার্স ইনিংস- ৭৯/১০; ১৭.৪ওভার (মিঠুন ২০, শাহজাদ ১২, আরাফাত ৯, সোহাগ ৮, আফ্রিদি ৭; নাজমুল ৩/৮, আবুল ৩/১১, মিরাজ ২/১২)। ফল ॥ রাজশাহী কিংস ৪৯ রানে জয়ী। ম্যাচসেরা ॥ মেহেদি হাসান মিরাজ (রাজশাহী কিংস)।
×