ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

লঙ্কা বাংলার জিরো কুপন বন্ডের সফল আর্থিক সমাপ্তি

প্রকাশিত: ০৪:২৩, ২৯ নভেম্বর ২০১৬

লঙ্কা বাংলার জিরো কুপন বন্ডের সফল আর্থিক সমাপ্তি

দেশের নেতৃস্থানীয় সিকিউরিটিজ কোম্পানি, লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড গত রবিবার ঢাকার লা মেরিডিয়ান হোটেলের স্কাই বলরুমে একটি অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ৪৮০ মিলিয়ন টাকার ইস্যূকৃত নন-কনভার্টিবল জিরো কুপন বন্ডের সফল আর্থিক সমাপ্তি ঘোষণা করে। পুঁজিবাজারের নেতৃস্থানীয় এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া, চেয়ারম্যান, ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং বিশেষ অতিথি হিসেবে ডঃ মোহাম্মদ আবদুল মজিদ, চেয়ারম্যান, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ উপস্থিত ছিলেন।বিচারপতি সিদ্দিকুর রহমান এই উদ্যোগের প্রশংসা এবং পুঁজিবাজারে অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানকেও ‘জিরো কুপন বন্ড’ আনার উদ্যোগ নিতে উৎসাহিত করেন। তিনি আরও বলেন এ ধরনের উদ্যোগ পুঁজিবাজার বিকাশে ও এর শক্ত কাঠামো তৈরিতে সহায়তা করবে।-বিজ্ঞপ্তি দর্শনা কেরু চিনি মিলের ২০১৬-১৭ মাড়াই মৌসুমের উদ্বোধন নিজস্ব সংবাদদাতা, চুয়াডাঙ্গা ॥ চুয়াডাঙ্গার দর্শনা কেরু এ্যান্ড কোম্পানি চিনিকলের ২০১৬-১৭ মাড়াই মৌসুম উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুর ২টায় মিলের ডোঙ্গায় আখ ফেলে মাড়াই মৌসুমের উদ্বোধন করেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান একেএম দেলোয়ার হোসেন। এর আগে উদ্বোধন উপলক্ষে মিল চত্বরে কেরুর ব্যবস্থাপনা পরিচালক এবিএম আরশাদ আলীর সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কর্মকর্তারা জানান, চলতি মাড়াই মৌসুমে ৯০ মাড়াই দিবসে এক লাখ মেট্রিক টন আখ মাড়াই করে ৭ হাজার মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। ভারতে ব্যাংকগুলোতে অর্থ প্রবাহ বেড়েছে অর্থনৈতিক রিপোর্টার ॥ ভারতে ৫শ’ ও ১ হাজার রুপীর নোট বাতিল হয়ে যাওয়ার পর দেশটির ব্যাংকগুলোতে অর্থ প্রবাহ বেড়েছে। এশিয়াসহ তৃতীয় বিশ্বের দেশগুলো এখনও পর্যন্ত ৫ দশমিক ট্রিলিয়ন রুপী জমা দিয়েছে। এ অবস্থায় অতিরিক্ত অর্থের প্রবাহ ২ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির এ দেশকে ক্ষতিগ্রস্ত করতে পারে বলে আশঙ্কা করছে ব্যাংক কর্তৃপক্ষ।
×