ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নেতাকর্মীদের নিয়ে সৈয়দ আশরাফের বাসায় ওবায়দুল কাদের

প্রকাশিত: ০৪:১৬, ২৯ নভেম্বর ২০১৬

নেতাকর্মীদের নিয়ে সৈয়দ আশরাফের বাসায় ওবায়দুল কাদের

বিশেষ প্রতিনিধি ॥ দীর্ঘ একমাস পর লন্ডন থেকে সৈয়দ আশরাফের দেশের ফেরার খবর শুনেই নেতাকর্মীদের নিয়ে তাঁর বাসায় হাজির হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার সকালে আশরাফের মিন্টু রোডের বাসায় যান তিনি। এ সময় কাদের লন্ডনে থাকা জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফের অসুস্থ স্ত্রীর খোঁজখবর নেন এবং দলের নানা কর্মসূচীর বিষয়ে তাঁকে অবহিত করেন। দীর্ঘ ৩০ মিনিটের হৃদ্যতাপূর্ণ বৈঠক শেষে সৈয়দ আশরাফ উপস্থিত নেতাকর্মীদের মিষ্টি দিয়ে আপ্যায়ন করেন। সোমবার বেলা ১২টার দিকে সৈয়দ আশরাফ বেইলি রোডের সরকারী বাসভবনে সৌজন্য সাক্ষাত করতে যান ওবায়দুল কাদের। সূত্র জানায়, এ সময় সৈয়দ আশরাফ আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে অভ্যর্থনা জানিয়ে বলেন, ‘রাজনীতিতে আপনি আমার সিনিয়র। আমি যখন ছাত্রলীগের সহ-সাংগঠনিক সম্পাদক ছিলাম, তখন আপনি দফতর সম্পাদক ছিলেন। এ কারণে আপনি আমার নেতা।’ জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘সিনিয়র-জুনিয়র বিষয় নয়, আমরা সবাই রাজনৈতিক সহকর্মী। আমরা একত্রে কাজ করতে চাই। দীর্ঘ সাত বছর আপনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। কোন পরামর্শ থাকলে আমাকে জানাবেন, সহযোগিতা করবেন।’ এ বিষয়ে সেখানে উপস্থিত সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী জানান, ‘সকালে আমরা কয়েকজন আশরাফ ভাইয়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। বেলা পৌনে ১২টার দিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাত করতে যান। এ সময় দু’জন নেতা অত্যন্ত হৃদ্যতাপূর্ণভাবে কথা বলেছেন। সাবেক সাধারণ সম্পাদকের কাছে পরামর্শ চেয়েছেন। যুদ্ধাপরাধী দলের সঙ্গে কোন সংলাপ নয়- ড. হাছান ॥ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, আওয়ামী লীগের সঙ্গে কোন সন্ত্রাসী ও যুদ্ধাপরাধী দলের সঙ্গে সংলাপ হতে পারে না।
×